Kuntal Ghosh: ভুল পথে তদন্তকে নিয়ে যাচ্ছে ED, ক্ষমতা থাকলে আমার বয়ান আদালতে পেশ করুক: কুন্তল

ক্ষমতা থাকলে ইডি তাঁর জবানবন্দি আদালতে পেশ করুক। ইডির বিরুদ্ধে তদন্তকে ভুল পথে চালনা করার অভিযোগ তুলে এমনই দাবি করলেন জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ।

শুক্রবার আলিপুর আদালতের বিশেষ সিবিআই আদালতে কুন্তল, তাপস ও নীলাদ্রিকে পেশ করা হয়। সেখানে সাংবাদিকরা কুন্তলকে সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারি নিয়ে প্রশ্ন করেন। সেসব প্রশ্নের জবাব না দিয়ে কুন্তল বলতে থাকেন, ‘ইডি মিথ্যা কথা বলছে। তদন্তকে ভুল পথে নিয়ে যাচ্ছে। ইডির ক্ষমতা থাকে তো আমমার জবানবন্দি আদালতে পেশ করা হোক।’

এদিন সুজয়কৃষ্ণের গ্রেফতারি নিয়ে তাপস মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যা বলার কুন্তল বলবে। যদিও কালীঘাটের কাকুর নাম যে সুজয় ভদ্র তা প্রথম বলেছিলেন তিনিই।

নিয়োগ দুর্নীতির তদন্তে সুজয়কৃষ্ণের গ্রেফতারির পর মিসিং লিংক খুঁজে পেয়েছেন ইডির গোয়েন্দারা। তদন্তকারীরা জানিয়েছেন, কুন্তল টাকা ও প্রার্থীদের তালিকা পৌঁছে দিলেন সুজয়কৃষ্ণর কাছে। সুজয়কৃষ্ণ সেই তালিকা পৌঁছে দিলেন মানিক ভট্টাচার্যকে। একেবারে প্রাথমিক শিক্ষা সংসদের দফতরে অবৈধ নিয়োগের বৈঠক করতেন তাঁরা। এভাবে কুন্তল ২০১৪র টেটে প্রার্থীদের অবৈধ নিয়োগের জন্য সুজয়কৃষ্ণকে ৩২৫ জনের তালিকা ও ৭০ লক্ষ টাকা দিয়েছিলেন বলে জানিয়েছেন ইডির গোয়েন্দারা।