LIC claim for Odisha accident victims: সহজে মিলবে বিমার টাকা, শিথিল অনেক নিয়ম, ওড়িশায় মৃতদের পরিবারের জন্য ঘোষণা LIC-র

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা করল জীবন বিমা নিগম (এলআইসি)। শনিবার রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার তরফে জানানো হয়েছে, ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের টাকা ‘ক্লেম’-র প্রক্রিয়া সহজ করা হচ্ছে। এমনিতে যে একাধিক নিয়মকানুন আছে, তাতে ছাড় দেওয়া হবে। অর্থাৎ দ্রুত বিমার টাকা প্রদান করা হবে বলে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসির (Life Insurance Corporation of India বা LIC) তরফে জানানো হয়েছে। সেজন্য একটি হেল্পডেস্ক এবং কলসেন্টারও (02268276827) চালু করেছে এলআইসি। 

শনিবার রাতের দিকে একটি বিজ্ঞপ্তি জারি করে এলআইসির চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন, ওড়িশায় রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যরা যাতে দ্রুত বিমার টাকা তুলতে পারেন, সেজন্য একগুচ্ছ নিয়ম শিথিল করা হয়েছে। তিনি বলেছেন, ‘শুক্রবার ওড়িশার বালাসোরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ এলআইসি। সেইসঙ্গে তাঁদের আর্থিক সাহায্য করতে ক্লেমের প্রক্রিয়া আরও দ্রুত শেষ করা হবে।’

আরও পড়ুন: PM Modi at Coromandel Express accident site: চোখেমুখে বিষণ্ণতা, করমণ্ডলের মৃত্যুপুরী থেকে কাকে ফোন মোদীর? সামনে সত্যিটা

এলআইসির তরফে জানানো হয়েছে, বিভিন্ন এলআইসি পলিসির ক্লেম প্রক্রিয়ার ক্ষেত্রে যে সব সমস্যার সম্মুখীন হতে হয়, তা কাটাতে একাধিক নিয়ম শিথিল করা হয়েছে। সেইসঙ্গে ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’-র (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) টাকা পাওয়ার ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি।

আরও পড়ুন: Modi at Coromandel Express accident site: চোখেমুখে বিষণ্ণতা, করমণ্ডলের মৃত্যুপুরী থেকে কাকে ফোন মোদীর? সামনে সত্যিটা

ডেথ সার্টিফিকেট হিসেবে কোন নথি জমা দেওয়া যাবে?

রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার তরফে জানানো হয়েছে, রেল, পুলিশ, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত মৃতদের তালিকায় নাম থাকলেই তা ডেথ সার্টিফিকেট হিসেবে বিবেচিত হবে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)