Major train accidents: ফিরে দেখা দেশের ১০টি ভয়াবহ রেল দুর্ঘটনা, রইল তালিকা

শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু যাত্রীর। কার্যত মৃত্যুমিছিল বালেশ্বরে।করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা। তবে এবার দেখা যাক দেশে এর আগে যে সমস্ত রেল দুর্ঘটনাগুলি হয়েছিল তার ভয়াবহতা ঠিক কেমন ছিল…

১) ১৯৮১ সালের বিহার ট্রেন দুর্ঘটনা- সেই সময় প্রায় ৯০০ যাত্রী নিয়ে ছুটছিল যাত্রীবাহী ট্রেন। সেই সময় বাগমতী নদীতে পড়ে গিয়েছিল ট্রেনটি। প্রায় ৫০০জনের মৃত্যু হয়েছিল সেই দুর্ঘটনায়।

২) ১৯৯৫ সালের ফিরোজাবাদ রেল দুর্ঘটনা- দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেসের সঙ্গে দাঁড়িয়ে থাকা কালিন্দি এক্সপ্রেসের দুর্ঘটনা হয়। প্রায় ৩৫৮জনের মৃত্যু হয়েছিল সেবার।

৩) ১৯৯৯ সালের গাইসাল রেল দুর্ঘটনা- দুটি ট্রেনের মধ্য়ে দুর্ঘটনা হয়েছিল গাইসালে। সব মিলিয়ে মৃত্য়ু হয়েছিল ২৯০জনের।

৪) ১৯৯৮ সালের খান্না ট্রেন বিপর্যয়- কলকাতাগামী জম্মু ও তাওয়াই এক্সপ্রেসের সঙ্গে গোল্ডেন টেম্পল মেলের সংঘর্ষ হয়। পঞ্জাবের ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২১২জনের।

৫) ২০০২ সালের হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস- ট্রেনটি রফিগঞ্জ স্টেশনের কাছে বেলাইন হয়েছিল। প্রায় ১৪০জনের মৃত্যু হয়েছিল।

৬) ২০০৫ সালে বালিগোন্ডা ট্রেন বিপর্যয়- ডেল্টা ফাস্ট প্য়াসেঞ্জার বেলাইন হয়ে গিয়েছিল। সেই সময় মৃত্যু হয়েছিল ১১৪ জনের। আসলে হরপা বানে ওই রেললাইনের একাংশ ধসে গিয়েছিল। সেখানেই ট্রেনটি চলে আসে।

৭) ২০১০ সাইঁথিয়া ট্রেন দুর্ঘটনা- সেবার উত্তরবঙ্গ এক্সপ্রেস ও বনাঞ্চল এক্সপ্রেসের মধ্য়ে সংঘর্ষ হয়। প্রায় ৬৩জনের মৃত্যু হয়েছিল।

৮) ২০১০ জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনা- মুম্বইগামী হাওড়া কুরলা লোকমান্য তিলক জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেস বেলাইন হয়ে গিয়েছিল। পশ্চিমমেদিনীপুরের খেমাসুলির কাছে সেই সময় বিস্ফোরণ ঘটানো হয়েছিল। নাশকতার জেরে এই দুর্ঘটনা বলে মনে করা হয়।

৯) ২০১২ সালে হাম্পি এক্সপ্রেসে দুর্ঘটনা- অন্ধ্রপ্রদেশে হুবলি-বেঙ্গালুরু হাম্পি এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা লাগে। একটি বগিতেও আগুনও ধরে গিয়েছিল। ২৫জনের মৃত্য়ু হয়েছিল দুর্ঘটনায়।

১০) ইন্দোর পটনা দুর্ঘটনা- ইন্দোর পটনা এক্সপ্রেস কানপুরে বেলাইন হয়ে গিয়েছিল। সব মিলিয়ে ১৫০জনের মৃত্য়ু হয়েছিল।