Sachin Tendulkar Claims He Wants To Create The Same Environment For His Son In Which He Grew

মুম্বই: এবারের আইপিএলে ক্রিকেটবিশ্ব সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) প্রতিভার সাক্ষী থেকেছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই নিজের আইপিএল অভিষেক ঘটিয়েছিলেন অর্জুন। কয়েকটা ম্যাচের পর অবশ্য় তাঁকে বেঞ্চে বসেই সময় কাটাতে হয়। সচিন কিন্তু ছেলে যাতে ক্রিকেটার হিসাবে সাফল্য পায়, তার জন্য তৎপর। তাই তো তিনি নিজে যে পরিবেশে বেড়ে উঠেছেন, ছেলের জন্যও তেমনই পরিবেশ তৈরির জন্য সচেষ্ট সচিন (Sachin Tendulkar)। 

ABP Ananda – Live TV

সঠিক পরিবেশ

‘মাস্টার ব্লাস্টার’ এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি সবসময় আমার পরিবারের সমর্থন পেয়েছি। অজিত তেন্ডুলকর সবসময় আমার পাশে ছিলেন। নিতিন তেন্ডুলকর আমার জন্মদিনে আমার ছবি তৈরি করতেন। আমার মা বিমা সংস্থায় কাজ করতেন আর বাবা প্রফেসর ছিলেন। তাঁরা আমায় সবসময় স্বাধীনতা দিয়েছেন। আমিও সকলর মা বাবাকে তাঁর সন্তানদের স্বাধীনতা দিতে বলব।’

নিজের ছেলের বিষয়ে কথা বলতে গিয়ে সচিন বলেন, ‘আমি ওর জন্যও সেই পরিবেশটাই তৈরি করতে চাইছি, যে পরিবেশটা আমি পেয়েছিলাম। আমার বাবা আমায় নিজের খেলার উপর নজর দিতে বলতেন, আমিও অর্জুনকে সেই পরামর্শই দিই। আমি অবসর নেওয়ার সময় মিডিয়ার তরফে আমায় সংবর্ধনা দেওয়া হয়েছিল। ওই সময় আমি মিডিয়াকে অর্জুনকে খানিকটা জায়গা ছেড়ে দিতে বলেছিলাম এবং মিডিয়া আমার অনুরোধ রেখেওছিল। তাই আমি তাঁদের এর জন্য ধন্য়বাদ জানাতে চাই।’

সচিনের নতুন গাড়ি

সচিন তেন্ডুলকরের গাড়ির গ্যারাজে যোগ হল নতুন এক অলঙ্কার। ল্যামবারগিনি উরুস এস কিনলেন মাস্টার ব্লাস্টার। যে গাড়ির দাম শুনলে চমকে উঠতে পারেন। ৪ কোটি ১৮ লক্ষ টাকা! সচিন নিজে ভীষণ সাদামাটা জীবনযাপন করেন। তবে তাঁর বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে। যাঁর বেশ কয়েকটি উপহার পাওয়া। ম্যান অফ দ্য সিরিজ হিসাবেও বেশ কয়েকটি গাড়ি পুরস্কার পেয়েছিলেন সচিন। একটি পোরশে রয়েছে সচিনের। পোরশে ৯১১ টার্বো এস চালাতে দেখা গিয়েচিল সচিনকে।

গাড়িতে সচিনকে স্পষ্টভাবে দেখা না গেলেও রেজিস্ট্রেশন নম্বরটি এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপের। যে সংস্থা সচিনের নিজস্ব। সেই গাড়িটির রেজিস্ট্রেশন সচিনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের নামে। এছাড়াও সচিনের রয়েছে বিএমডব্লিউ সেভেন সিরিজের লি, বিএমডব্লিউ এক্স ফাইভ এম, বিএমডব্লিউ আই ৮, বিএমডব্লিউ ফাইভ সিরিজের গাড়ি। 

আরও পড়ুন: সাইকেলকে বাংলায় কী বলে জানেন? অধিকাংশ মানুষই এর উত্তর দিতে পারেন না