Milky way photographer of the year: চোখ ধাঁধিয়ে যাবে না তো? মহাকাশের এমন ছবি আগে কখনও দেখেছেন কি

ক্যাপচার দি আটলাসের তরফে প্রতি বছর আয়োজিত হয় মিল্কিওয়ে ফোটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতা। সারা বিশ্বের নানা প্রান্ত থেকে তোলা মহাকাশের সেরা ছবিটি জায়গা করে নেয় এই প্রতিযোগিতায়। বিস্তর ঝাড়াই বাছাইয়ের পর চূড়ান্ত পর্বে বেছে নেওয়া হয় সেরা কয়েকটি ছবিকে। এই বছরও তেমনই সেরার সেরা ছবিগুলি প্রকাশ্যে আনল ক্যাপচার দি আটলাস। সব মিলিয়ে ২৫ ছবি মিল্কিওয়ে ফোটোগ্রাফার অব দ্য ইয়ারের শিরোপা ছিনিয়ে নিল। বুধবার সংস্থার তরফে এই ছবিগুলি প্রকাশ্যে আনা হয়। মাদাগাস্কার থেকে ইয়েমেন, নিউজিল্যান্ড থেকে প্যাটাগোনিয়া, বিশ্বের নানা প্রান্ত থেকে তোলা হয়েছে এই ছবিগুলি। 

আরও পড়ুন: বজবজের রক্তারক্তি ইতিহাস মনে রেখে কানাডায় রাস্তার নাম, কেন এই উদ্যোগ

আরও পড়ুন: একটি শব্দের মানে জানতেন বলেই বাজিমাত! বানানের লড়াইয়ে সেরা ভারতীয় বংশোদ্ভুত দেব

এই দিন ছবিগুলি প্রকাশের পর সংস্থার সাইটে লেখা হয়, ‘আধুনিক ক্যামেরার সাহায্যে রাতে ও বিভিন্ন বস্তুর খুঁটিনাটি তথ্য ফ্রেমবন্দী করা যায়। আমাদের চোখের তুলনায় আধুনিক ক্যামেরার চোখ অনেকটাই উন্নত। কিন্তু ক্যামেরার পিছনে থাকা ছবিগ্রাহকই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফোটোগ্রাফারই একটি ছবির মূলভাবনা, পরিকল্পনা ও সৃজনশীলতাকে ফুটিয়ে তোলেন।’ এই বছরের নির্বাচিত সেরা ছবিগুলির মধ্যে বেশ কয়েকটি পৃথিবীর দুর্গম প্রান্ত থেকে তোলা। এর মধ্যে মাদাগাস্কার দ্বীপ থেকে তোলা ছবি যেমন রয়েছে, তেমনই রয়েছে আটাকামা, সোকোত্রা ও নামিবিয়ার মরুভূমি থেকে তোলা ছবিও। এছাড়াও, প্যাটাগোনিয়া, স্পেন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে তোলা বেশ কয়েকটি ছবিও জিতে নেয় সেরার সেরা শিরোপা।

এই বছর মিল্কিওয়ে ফোটোগ্রাফার অব দ্য ইয়ার শিরোপা জেতা ছবিগুলির একঝলক নেটদুনিয়াতেও ভাগ করে নেয় ক্যাপচার দি আটলাস সংস্থা। টুইটারে সেরা ২৫টি ছবি কোলাজ করে শেয়ার করা হয় সংস্থার তরফে। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে তোলা ‘মিল্কিওয়ে’ ছবিগুলি দেখে অনুপ্রাণিত হন।’ অ্যাস্ট্রোফোটোগ্রাফির এই বিশেষ ধারায় অনেকেই ইদানীং ছবি তোলেন। এই বিশেষ ধারায় মহাকাশের ছবি তোলা হয়। তেমন ফোটোগ্রাফারদের এই দিন কিছু টিপসও দেয় ক্যাপচার দি আটলাস। সংস্থা জানায়, উত্তর গোলার্ধে এমন ছবি তোলার সময় ফেব্রুয়ারি থেকে অক্টোবর। দক্ষিণ গোলার্ধে এই সময় জানুয়ারি থেকে নভেম্বর। তবে দুই গোলার্ধেই মহাকাশের ছবি তোলার সেরা সময় মে ও জুন মাস।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup