WTC Final 2023: Australian Star Marnus Labuschagne Wary Of Indian Bowlers Threat

লন্ডন: আর দিনকয়েক পরেই ওভালের ময়দানে খেতাবি। বিশ্ব টেস্টচ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল (Team India)। আইসিসির ব়্যাঙ্কিংয়ের নিরিখে বিশ্বের দুই সেরা দলের খেতাবি লড়াইয়ের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আইসিসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে এই ম্যাচ ডিউক বলে খেলা হবে। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) মনে করছেন ডিউক ভারতীয় বোলিং আক্রমণ আরও ভয়ঙ্ক হয়ে উঠতে পারে।

ABP Ananda – Live TV

বছরের শুরুর দিকেই ভারত সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ভর করে অজিদের ২-১ হারিয়েছিল টিম ইন্ডিয়া। তবে স্পিন সহায়ক পিচগুলিতেও ভারতের পেস বোলিং আক্রমণের দুই মুখ মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ বেশ প্রভাবিত করেছিলেন। সেই সিরিজের অঙ্গ ছিলেন বর্তমান বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) লাবুশেন। ভারতীয় বোলিংয়ের খুঁটিনাটি নিয়ে তাই তিনি বেশ খানিকটা অবগত।

আরও সুবিধা

লাবুশেন নিজের সেই অভিজ্ঞতা থেকেই দাবি করছেন ডিউক বলে ভারতীয় বোলাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের আরও বেশি সুযোগ পাবেন। তিনি বলেন, ‘এই তো মাস দুই আগেই ওদের বিরুদ্ধে আমরা সিরিজ খেললাম। তাই ওদের পরিকল্পনা, দক্ষতার বিষয়ে আমরা ওয়াকিবহল। ওরা কিন্তু ডিউক বল হাতে আরও বেশি করে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।’

টেস্টে তিন নম্বরে নামা ব্যাটারদের গুরুত্ব সম্পর্কে আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিরা টেস্টে এই নম্বরে ব্যাট করতেন। বর্তমানে অস্ট্রেলিয়ার হয়ে এই তিন নম্বরেই ব্যাটে নামেন লাবুশেন। আসন্ন ফাইনালে ব্যাট হাতে তাঁর ভূমিকাটা যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটার বিষয়ে লাবুশেনের যথেষ্ট ধারণা রয়েছে। 

‘স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার হয়ে যে তিন নম্বরে ব্যাট করবে, তার ওপর দায়িত্ব থাকবেই। ২০১৯ সালেও তো (লাবুশেনের শেষ আন্তর্জাতিক ইংল্যান্ড সফর) আমার উপর রান করার এই দায়িত্বটা ছিল। আমি যদি ব্যর্থ হই, তাহলে দল আমার কাজটা করার জন্য অন্য কোনও বিকল্প খুঁজে আনবে, তাঁকেও দায়িত্ব নিয়ে রান করতে হবে। সবার ক্ষেত্রেই নিয়ম এক। যথাসম্ভব রান করে দলের জয়ে অবদান রাখাটাই তো সবথেকে জরুরি।’ বলে মনে করেন লাবুশেন।

ছন্দে লাবুশেন

প্রসঙ্গত, এই মাসের শুরুতেই নিজের কাউন্টি দল গ্ল্যামর্গানের হয়ে হয়ে অপরাজিত ১৭০ রানের একটি ইনিংস খেলেন লাবুশেন। তিনি দুরন্ত ছন্দে রয়েছেন। তাই ফাইনালে তাঁর দিকে নজর থাকবেই। লাবুশেন বনাম ভারতীয় বোলিং আক্রমণের লড়াইটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা প্রবল। 

আরও পড়ুন: জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?