কর্ণাটকের পর এবার তেলেঙ্গানা, BJP-কে শেষ করে দেব, বিদেশের মাটি থেকে হুঙ্কার রাহুলের

বিদেশের মাটিতে দাঁড়িয়ে ফের বিজেপিকে নিশানা করে তির ছুঁড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস-ইউএসএর উদ্য়োগে একটি নৈশভোজে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমরা কর্ণাটকে দেখিয়ে দিয়েছি আমরা বিজেপিকে ধ্বংস করে দিতে পারি। আমরা তাদের পরাজিত করিনি। আমরা তাদের ধ্বংস করে দিয়েছি। আমরা কর্ণাটকে ওদের একেবারে শেষ করে দিয়েছি।

ফের বিদেশ সফরে রাহুল গান্ধী। সেখান থেকে তিনি কী মন্তব্য করেন সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। ওয়াশিংটনের সফর শেষ করে রাহুল গান্ধী নিউ ইয়র্কে ফিরে আসেন। সেখান থেকে একের পর এক তির। 

এদিকে কর্ণাটক ভোটে কংগ্রেসের বিজয় নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধী। সেই নির্বাচন প্রসঙ্গে রাহুল গান্ধী জানিয়েছেন, বিজেপি সবরকমভাবে চেষ্টা করেছিল। ওদের হাতে পুরো মিডিয়া রয়েছে। আমাদের থেকে অন্তত ১০ গুণ বেশি টাকা ওদের হাতে রয়েছে। ওদের হাতে সরকার রয়েছে। ওদের হাতে এজেন্সিও রয়েছে। ওদের হাতে সবকিছু থাকা সত্ত্বেও ওদের আমরা একেবারে ধ্বংস করে দিয়েছি। এবার আমি আপনাদের জানিয়ে দিতে চাই এরপর আমরা ওদের তেলেঙ্গানা থেকে শেষ করে দেব। আর রাহুল গান্ধীর এই কথার পরে গোটা হল হাততালিতে ফেটে পড়ে। 

কার্যত বিজেপির জন্য় বড় আশঙ্কার কথা শোনালেন রাহুল গান্ধী। কর্ণাটকের পরে এবার রাহুলের নিশানায় তেলেঙ্গানা। তবে তেলেঙ্গানা পর্যন্ত গিয়েই তিনি থেমে থাকেননি। রাহুল গান্ধী বলেন, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়েও ভোটের দিন আসছে। কর্ণাটকে ওদের যা অবস্থা করেছি সেটা এবার ওই জায়গাগুলিতেও করব। 

সেই সঙ্গেই রাহুল গান্ধী জানিয়ে দেন, কংগ্রেস বিজেপিকে পরাস্ত করছে এমনটা ঠিক নয়। এটা দেশের মানুষ বিজেপিকে পরাস্ত করছে। মধ্য়প্রদেশের মানুষ, তেলেঙ্গানার মানুষ, রাজস্থানের মানুষ, ছত্তিশগড়ের মানুষ বিজেপিকে হারানোর জন্য তৈরি হচ্ছেন। 

একেবারে কড়া আক্রমণ রাহুল গান্ধীর। তিনি আমেরিকার মাটিতে বসে জানিয়েছেন, আসলে ভারত বুঝে গিয়েছে যে, বিজেপি যে ধরণের ঘৃণা ছড়াচ্ছে দেশের অন্দরে তা নিয়ে দেশকে বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। একাধিক দেশে এমনটাই হয়েছে। বিরোধীরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সকলে একসঙ্গে কাজ করব। এটা একটা আদর্শের লড়াই। একদিকে বিজেপির মতো বিভাজনের রাজনীতি। বিজেপির মতো ঘৃণার রাজনীতি। আর  অন্যদিকে সকলকে নিয়ে চলার ব্যাপারে কংগ্রেসের আদর্শ।