Amazon rainforest: ৮০ কোটি গাছ শেষ গত ছয় বছরে! আমাজনের জঙ্গলে কোন চক্রের এত ক্ষমতা

সুপরিকল্পিতভাবে এগোচ্ছে নিধনের কাজ। পৃথিবীর বিপদ যাতে ঘনিয়ে আসে, তার জন্যই তোড়জোড় চলছে আঁটঘাট বেঁধে। গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম আমাজনের জঙ্গল নিয়ে তেমনটাই জানাল আন্তর্জাতিক সংবাদমাধ্যম দি গার্ডিয়ান। দুএক বছর দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চলছে এই পরিকল্পনা‌। সরকারের কোনও ব্যবস্থাই তা আটকাতে পারছে না। বরং সরকারের নাকের ডগা দিয়ে চলছে বেআইনি কারবার। সেই কারবার চালাতে যথেষ্ট পরিমাণে কেটে ফেলা হচ্ছে আমাজনের বিশ্বখ্যাত জঙ্গলের গাছ। বিভিন্ন সময়ে গার্ডিয়ানের একাধিক প্রতিবেদনে এই গাছ কাটার কথা উঠে এসেছে‌। শুধুই গার্ডিয়ান নয়, বিশ্বের বহু সংবাদমাধ্যমেই এই নিয়ে বারবার খবর হয়েছে। উঠে এসেছে আমাজনকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বেআইনি কারবার‌ চক্রের কথাও। কিন্তু লাভ হয়নি আদপেই। 

আরও পড়ুন: পাবলিক টয়লেটে যেতে হয় মাঝে মাঝেই? ৫ কথা মনে রাখুন, নইলে বড় রোগের আশঙ্কা

আরও পড়ুন: ১৮০০০ বছর আগে জন্ম! সমুদ্রের তলায় বিরাট আগ্নেয়গিরির খোঁজ! কোন বিপদের ইঙ্গিত

কখনও হঠাৎ আগুন লেগে পুড়ে যাচ্ছে লাখ লাখ গাছ। কখনও আবার বেআইনি কারবারের খিদে মেটাতে গিয়ে বলি হচ্ছে কাতারে কাতারে গাছ। সরকার ব্যবস্থাই যাচ্ছে বিফলে। সম্প্রতি গার্ডিয়ানের একটি অনুসন্ধানী প্রতিবেদনে সামনে এল চাঞ্চল্যকর তথ‌্য। ৮০০ মিলিয়ন অর্থাৎ ৮০ কোটি গাছ গত ছয় বছরে কেটে ফেলা হয়েছে। এত গাছ কাটার নেপথ্যে কী কারণ? তার খোঁজ করতে গিয়েও জানা যায় বড় সড় তথ্য। ভেড়ার পালের খাবার জোগান দিতেই ওই বিশাল সংখ্যক গাছ কাটা হয়। ওই ভেড়ার মাংস শুধু স্থানীয় এলাকায় বিক্রি হয় না। বরং সারা বিশ্বে রপ্তানি করা হয় ভেড়ার পাল। এই ধরনের ব্যবসার বিরুদ্ধে একাধিকবার প্রতিবাদ হয়েছে ব্রাজিলে। সরকারের তরফেও প্রতিশ্রুতি মিলেছিল এমন ব্যবসা বন্ধ করার। কিন্তু সরকার ‘পাশে না থাকলেও’ দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। 

যথেচ্ছভাবে গাছ কেটে আমাজন গজিয়ে উঠছে বেআইনি ব্যবসার চক্র। কতটা শিকড় ছড়িয়েছে এই জাল? একটি উদাহরণ থেকেই তা স্পষ্ট‌। আমাজনের এই চক্রের খুঁটিনাটি জানতেই অনেকটা সময় ধরে সেখানে ছিলেন গার্ডিয়ানের দুই সাংবাদিক। নিয়মিত প্রতিবেদনও মিলত তাদের তরফে। গত বছর আমাজনের জঙ্গলেই তাদের খুন করা হয়। কীভাবে কেন খুন হয় তাঁরা, সবটা এখনও প্রকাশ্যে আসেনি। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup