IPL 2023: After Winnings Trophy CSK Star Ruturaj Gaikwad Marries Utkarsha Pawar

মুম্বই: আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে। এবার মাঠের বাইরে নতুন ইনিংস শুরু রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad)। সাত পাকে বাঁধা পড়লেন সিএসকের এই তরুণ ব্যাটার। পাত্রীও ক্রিকেটার। ২ জনেই রাজ্য দল মহারাষ্ট্রের হয়ে খেলেন। পাত্রীর নাম উৎকর্ষা পাওয়ার। সিএসকে খেতাব জয়ের পর মাঠে উৎকর্ষার সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল রুতুরাজকে। তখনই জল্পনা শুরু হয়ে যায় যে তবে কি খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুতুরাজ? অবশেষে সেটাই সত্যি হল। শনিবার মহাবালেশ্বরে সাতপাকে বাঁধা পড়েন দুজনে। মহারাষ্ট্রের চিরাচরিত প্রথা মেনে বিয়ে করেছেন ঋতুরাজ ও উৎকর্ষা। বিয়ের সময় সবুজ রঙের শাড়ি পরেছিলেন উৎকর্ষা। হালকা ক্রিম রঙের কুর্তা পরেছিলেন ঋতুরাজ। তাঁর পাগড়ি ছিল সবুজ রঙের।

ABP Ananda – Live TV

বিয়ের পর ইনস্টাগ্রামে নিজেদের স্পেশাল মুহূর্তের একাধিক ছবি পোস্ট করে রুতুরাজ লেখেন, ‘পিচ থেকে পিঁড়ি, আমাদের যাত্রাটা শুরু হল।’ সঙ্গে ব্যাট এবং বলের ছবিও পোস্ট করেন রুতুরাজ। স্ত্রী উৎকর্ষা মুম্বই রাজ্য দলের হয়ে খেলেছেন। ২৪ বছরের এই তরুণী যদিও এই মুহূর্তে ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। মহিলাদের এক দিনের ট্রফিতে ২০২১ সালের ১৫ নভেম্বর তিনি পঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেন। মূলত অলরাউন্ডার হিসেবেই খেলতেন উৎকর্ষা।

 


টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য রিজার্ভ প্লেয়ার হিসেবে সুযোগ পেয়েছিলেন রুতুরাজ। কিন্তু বিয়ের দিন আগে থেকেই ঠিক থাকায় বিসিসিআইয়ের কাছে অনুমতি চান রুতুরাজ। সেই মত অনুমতিও মঞ্জুর হয়ে যায়। রুতুরাজের বদলে পরে যশস্বী জয়সওয়ালকে পাঠানো হয় ইংল্যান্ডে। এদিকে বিয়ের অনুষ্ঠান ছিল খুব ছোট করেই। আমন্ত্রিত ছিলেন সিএসকে শিবিরে রুতুরাজের সতীর্থ শিবম দুবে, প্রশান্ত সোলাঙ্কিরা।

সদ্য শেষ হওয়া আইপিএলে মোট ৫৯০ রান করেছেন রুতুরাজ। ডেভন কনওয়ের সঙ্গে জুটি বেঁধে প্রতি ম্যাচেই চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপকে ভরসা জুগিয়েছেন এই ডানহাতি। দেশের জার্সিতেও ১টি ওয়ান ডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুতুরাজ।