Mamata Banerjee: জ্ঞানেশ্বরীকাণ্ড ঘটিয়েছিল CPIM ও তাদের সহযোগী অতিবামরা: মমতা

ফের একবার জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনার জন্য সিপিএমকে দায়ী করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক সাংবাদিক বৈঠকে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জন্য বিজেপিকে দুষতে দুষতেই হঠাৎ একথা বলেন তিনি। জ্ঞানেশ্বরী দুর্ঘটনার তদন্ত করছিল সিবিআই। গত ফেব্রুয়ারি মাসে ওই ঘটনায় অভিযুত্ত ১১ জনকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট।

এদিন মমতা তাঁর জমানায় রেল দুর্ঘটনার তালিকা তুলে ধরেন। বলেন, ‘আমি উইকিপিডিয়া থেকে যে টুকু পেয়েছি তাতে ২ ডিসেম্বর ২০০০ সালে অমৃৎসর মেলে একটা দুর্ঘটনা ঘটেছিল। তখন অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না। ২২ জুন ২০০১ এ মেঙ্গালোর একটা দুর্ঘটনা ঘটেছিল ৫২ জন মারা গিয়েছিল। ২০ অক্টোবর ২১ জন মারা গিয়েছিল মথুরা এক্সপ্রেসে। ২ তারিখে গোলকধাম এক্সপ্রেসে ১০ জন মারা গিয়েছিল। আর ২৮ মে ২০১০ সিপিএম যখন ক্ষমতায় ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে ১৪০ জন মারা গিয়েছিল। আমি এই কেসটা সিবিআইকে দিয়েছিলাম। যেটা ডায়রেক্ট সিপিএম ও আল্ট্রা লেফটিস্টরা মিলে করেছিলেন। তার ডকুমেন্ট আমাদের হাতে ছিল। সেটা আমরা সিবিআইকে দিয়েছিলাম। এটা এক্সিডেন্ট নয়, করানো হয়েছিল’।

শনিবারই জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেছিলেন কি না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটের জবাবে তিনি লেখেন, ২৮ মে ২০১০ সালে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বেলাইন হওয়ার পরে কি আপনার পিসি পদত্যাগ করেছিলেন? শকুনের রাজনীতি করার জন্য আপনার ৪৮ ঘণ্টাও তর সইছে না?

বলে রাখি, জ্ঞানেশ্বরীকাণ্ডে মূল অভিযুক্ত ছত্রধর মাহাতো বর্তমানে তৃণমূল নেতা।