Mission Malamal: বড়লোক হওয়ার বাসনা, মা-মেয়েকে খুন করল দুই ভাই,হোয়াটস অ্যাপে লিখল…

পূর্ব দিল্লির কৃষ্ণ নগরে ভয়াবহ ঘটনা। এক মহিলা ও তাঁর মেয়েকে খুন করার অভিযোগ উঠেছে তুই ভাইয়ের বিরুদ্ধে। মূলত লুঠ করার জন্য়ই এই খুন করা হয়েছে বলে অভিযোগ।  পুলিশের কথায় এটা যেন মিশন মালামাল। বড়লোক হওয়ার জন্য তারা দুজনকে নিকেশ করে ফেলে। তবে পুলিশ দুই খুড়তুতো ভাইকে গ্রেফতার করেছে। তাদের নাম কিষান(২৮), অঙ্কিত কুমার সিং( ২৫)। তারা দুজনেই বিহারের সিওয়ান জেলার বাসিন্দা। 

মৃতদের নাম রাজরানী (৭৩) ও তার মেয়ে গিন্নি কিরার( ৩৯)।

একেবারে নৃশংস ঘটনা। অঙ্কিতের গানের দল আছে। সেই ব্যান্ডের দলে সে গান গায়। এমনকী মিউজিক ভিডিয়োও তৈরি করে। আর সেই ছেলের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ। 

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে ওই অভিযুক্তরা ওয়েব সিরিজ দেখত। সেটা দেখেই তারা খুন করার ছক কষেছিল। এমনকী পুলিশের হাত থেকে বাঁচতে আইনজীবীদের সঙ্গেও কথা বলত তারা। এদিকে দেহগুলিকে পচাগলা অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, বুধবার ফ্ল্যাটের এক বাসিন্দা ফোন করে বলেন পচা গন্ধ বের হচ্ছে। এরপর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুটি বডি উদ্ধার করা হয়।

এদিকে তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পায়। সেখানে দেখা যায় অঙ্কিত ওই বাড়ি থেকে বেরিয়ে কিষাণদের বাড়িতে ঢুকে যাচ্ছে। এদিকে ওই বাড়ি থেকে দেহ উদ্ধার হওয়ার পরেই গা ঢাকা দেয় কিষাণ। এদিকে পুলিশ তদন্ত নেমে জানতে পারে গত ২৫ মের পর থেকে দুজনের মোবাইলের টাওয়ার লোকেশন একই জায়গায় ছিল। 

এদিকে পুলিশ তাড়া করছে এটা বুঝতে পেরেই তারা মোবাইল অফ করে দেয়। তবে পরে দিল্লির কান্তিনগর এলাকায় পুলিশ তাদের গ্রেফতার করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে কিষাণ মার্কেটিংয়ের কাজ করত। কম্পিউটার টিউটর হিসাবে সে রাজরাণীর কাছে গিয়েছিল। রাজরাণীর মেয়ে বিশেষভাবে সক্ষম। তাকে পড়াত কিষাণ। এরপর লুঠপাট করার জন্য তাদের দুজনকে খুন করা হয় বলে অভিযোগ। 

আসলে টিউশন পড়াতে গিয়ে সে পরিবারের আস্থা অর্জন করে। সে জানতে পারে তাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ৫০ লাখ আছে। এরপরই সে খুন করার ছক কষে। এদিকে প্রথম দিকে তারা চাইত ব্যাঙ্ক থেকে টাকা হাতাতে। সেটা না পেরে তারা খুন করে। ছুরি দিয়ে নৃশংসভাবে খুন করা হয় তাদের। এরপর লুঠপাট চালায়। ঠাকুরের মূর্তি নিয়েও পালায়। আর ১৭ মে হোয়াটস অ্য়াপে লেখে মিশন মালামাল।