CBI for Odisha train accident: ‘ইচ্ছা করে…’, ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নাম-কে-ওয়াস্তে CBI তদন্ত দেওয়া হয়নি

কেন ওড়িশার ট্রেন দুর্ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হল? তা নিয়ে রবিবার থেকেই কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল প্রশ্ন তুলেছে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় রেলের প্রাথমিক তদন্তে যে তথ্য মিলেছে, তাতে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। রেলের আধিকারিকরা জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে ‘ইচ্ছাকৃত হস্তক্ষেপ’-র ইঙ্গিত মিলেছে। সেই পরিস্থিতিতে ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে সিবিআইয়ের মতো পেশাদারি তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিকরা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, শীঘ্রই ওড়িশার রেল দুর্ঘটনার তদন্তভার নিজেদের হাতে তুলে নেবে সিবিআই।  ওড়িশা পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে দিল্লির সদর দফতরের স্পেশাল ক্রাইম ইউনিটের হাতে সেই দুর্ঘটনার তদন্তভার যাবে বলে সূত্রের খবর। ভারতীয় দণ্ডবিধির ৩৭ ধারা, ৩৮ ধারা (দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে জীবনকে ঝুঁকি ফেলে দেওয়া, আঘাতের সঙ্গে সম্পর্কিত), ৩০৪এ (দায়িত্বজ্ঞানহীনতার জন্য মৃত্যু), ৩৪ ধারার (সাধারণ অভিপ্রায়) মতো বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। সেইসঙ্গে ভারতীয় রেল আইনের একাধিক ধারাও যুক্ত করেছে পুলিশ।

(বিস্তারিত পরে আসছে)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)