Indian Wrestlers meet Amit Shah: ‘ডেডলাইনের’ আগের রাতে অমিত শাহের সঙ্গে দেখা বজরং-সাক্ষীরা, কী বললেন কুস্তিগিররা?

সম্প্রতি হরিদ্বারে গিয়ে গঙ্গায় সব মেডেল ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। তবে শেষ পর্যন্ত কৃষক নেতাদের অনুরোধে গঙ্গায় আর মেডেল ভাসাননি তাঁরা। তবে সরকারকে পদক্ষেপ করার জন্য পাঁচদিন সময় দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই ‘ডেডলাইন’ শেষ হয় রবিবার। এর আগে শনিবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গিয়ে দেখা করেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। এমনই দাবি করা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে। উল্লেখ্য, কুস্তি ফেডারেশনের প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ তুলে পুলিশি পদক্ষেপের দাবি জানাচ্ছেন বজরং, সাক্ষীরা।

এর আগে ২৮ মে শীর্ষ কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং ভিনেশ ফোগাটদের যন্তর মন্তর বিক্ষোভের স্থান থেকে উচ্ছেদ করা হয়েছিল। তার আগে ২৭ মে সংসদ অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল মেডেলজয়ী কুস্তিগিরদের। আটক করা হয়েছিল সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের। এরপর ৩০ মে মেডেল ভাসিয়ে দিতে হরিদ্বারে গিয়েছিলেন কুস্তিগিররা। এরপর ৪ জুন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই ঘটনায় পদক্ষেপ করার জন্য। এদিকে এরই মাঝে ৩১ মে রেলের অফিসে গিয়ে কাজে যোগ দেন সাক্ষী মালিক। উল্লেখ্য, তিনি উত্তর রেলে চাকরি করেন। তিনি ওএসডি পদে আছেন। এদিকে বজরং পুনিয়া এবং ভিনেশও রেলে চাকরি করেন। জানা গিয়েছে, কুস্তিগিররা আন্দোলনের জন্য ৩৬ দিনের ছুটি নিয়েছিলেন রেলের থেকে। এদিকে কুস্তিগিরা কাজে যোগ দেওয়ায় তাদের আন্দোলনের ভবিষ্যত নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। তবে অমিত শাহের সঙ্গে দেখা করে কুস্তিগিররা বুঝিয়ে দেন যে তাঁরা কোনও ভাবেই নিজেদের অবস্থান এবং দাবি থেকে সরবেন না।

এদিকে জানা গিয়েছে, অমিত শাহের সঙ্গে দেখা করে কুস্তিগিররা ব্রিজ ভূষণের বিরুদ্ধে আগাম চার্জশিট দাখিলের আর্জি জানান। যদিও এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি বৈঠকে থাকা কুস্তিগিররা। উল্লেখ্য, কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণের বিরুদ্ধে নাবালিকা সহ একাধিক কুস্তিগিরকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। কুস্তিগিরদের অভিযোগ, প্রথমে দিল্লি পুলিশের কাছে এই নিয়ে এফআইআর করতে গেলে তারা সেটা নেয়নি। এই আবহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল তাদের। পরে শীর্ষ আদালতের নির্দেশে এফআইআর নথিভুক্ত করতে হয় দিল্লি পুলিশকে। তবে পরে তারা জানায় যে প্রাথমিক তদন্তে ব্রিজ ভূষণের বিরুদ্ধে কোনও প্রমাণ তারা পাননি।

ব্রিজ ভূষণের বিরুদ্ধে অভিযোগ, মহিলা কুস্তিগীরদের শ্বাস-প্রশ্বাস বা দম ধারণের পরীক্ষা করার অজুহাতে অনুপযুক্তভাবে স্তন স্পর্শ করতেন ব্রিজ ভূষণ শরণ সিং। বিজেপি সাংসদ নাকি নাবালিকা কুস্তিগীরদেরও হেনস্থা করেছেন। একজন মহিলা কুস্তিগীর ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অন্তত পাঁচটি ঘটনার উল্লেখ করেছেন নিজের বয়ানে। মহিলা কুস্তিগীর দাবি করেন যে ২০১৬ সালে একটি টুর্নামেন্ট চলাকালীন একটি রেস্তোরাঁয় ব্রিজ ভূষণ সিং তাঁর স্তন এবং পেট স্পর্শ করেছিলেন। সেই একই কুস্তিগীর আরও অভিযোগ করেন, ২০১৯ সালেও একই ধরনের ঘটনা ঘটে তাঁর সঙ্গে। এসময়ও তাঁর স্তন ও পেট স্পর্শ করেন ব্রিজ ভূষণ। অপর এক মহিলা কুস্তিগীর অভিযোগ করেন, দিল্লির ২১ নং, অশোকা রোডে তাঁর অফিশিয়াল বাংলোর ভিতরে অবস্থিত কুস্তি ফেডারেশনের অফিসে দু’দিন ধরে তাঁকে অনুপযুক্তভাবে স্পর্শ করে গিয়েছিলেন ব্রিজ ভূষণ সিং। এদিকে দিল্লি পুলিশ অভিযোগকারী কুস্তিগীরদের বয়ান রেকর্ড করলেও পদক্ষেপ করতে টালবাহানা করছে। এই আবহে সরাসরি অমিত শাহের দ্বারস্থ হলেন বজরং পুনিয়ারা।