Murder: বিহারে নদিয়ার যুবককে গাড়িতেই গুলি করে খুন, তাড়া করেছিল বাইক বাহিনী

ভিনরাজ্যে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল বাংলার যুবকের। মর্মান্তিক ঘটনা। এমনকী ওই যুবকের কাছ থেকে ছিনতাইও করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম বিশ্বনাথ দাস। বয়স ৩২ বছর। তার বাড়ি নদিয়ার বেথুয়াডহরিতে। বিহারের কিষানগঞ্জ টোল ট্যাক্স পেরিয়ে কিছুটা যাওয়ার পরেই গুলি করা হয়েছিল বলে অভিযোগ।

সূত্রের খবর, মুরগির গাড়ি নিয়ে বিহারে যাচ্ছিলেন নদিয়ার তিন যুবক। গত ৩০ মে তারা নদিয়া থেকে বের হয়েছিলেন। কিষাণগঞ্জ টোল ট্যাক্স পেরিয়ে যাওয়ার পরে চারটি বাইক পিক আপ ভ্যানটিকে তাড়া করে। বাইকে মোট আটজন ছিল। এদিকে প্রচন্ড জোরে তাড়া করা হয়েছিল পিক আপ ভ্য়ানটিকে। পিক আপ ভ্য়ানটি স্পিড ক্রমশ বাড়াতে থাকে। এরপর পিক আপ ভ্য়ানটি না দাঁড়ানোর জেরে বাইক বাহিনী গুলি চালায়। চালককে নিশানা করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে চালকের শরীরে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায়। ঘটনায় তিনজন জখম হয় তারা।

পরে পুলিশ গিয়ে উদ্ধার করে তাদের। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির। চালকের কাছ থেকে দুষ্কৃতীরা লুঠপাটও চালিয়েছিল বলে অভিযোগ।

পরে বিশ্বনাথের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা লুঠপাটের জন্য গুলি চালানো হয়েছিল। ওই দুষ্কৃতীদলের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে বলে খবর।