Sonali Guha: অভিষেককে রুখতে সোনালির অগ্নিপরীক্ষা, মমতার একদা ছায়াসঙ্গী ডায়মন্ডহারবারের দায়িত্বে

এস সময় তিনিই ছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী। সিঙ্গুর হোক কিংবা নন্দীগ্রাম, রাইটার্স হোক কিংবা রাজপথ সর্বত্রই নেত্রীর পাশে দেখা যেত সোনালি গুহকে। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ডাকতেন সোনালি পিসি বলে। সেই সোনালিই এখন বিজেপি শিবিরে। আর ডায়মন্ডহারবার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্বাচনী ক্ষেত্রে সোনালিকে সংগঠনের দায়িত্ব দিয়েছে বিজেপি। সেখানকার বিজেপির মহিলা মোর্চার দায়িত্বে এবার একসময়ের মমতার ছায়াসঙ্গী সোনালি গুহ। এবার ডায়মণ্ডহারবারের মাটি থেকে অভিষেককে কতটা পর্যদুস্ত করতে পারেন সোনালি, সেটাই এখন দেখার।

এদিকে ময়দানে নেমেই অভিষেককে নিশানা করে একের পর এক তির ছুঁড়তে শুরু করেছেন সোনালি গুহ। এক সময় তৃণমূলের একেবারে অন্দরমহলে যাতায়াত ছিল সোনালির। তিনি সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক। তৃণমূল তাঁর নখদর্পনে ছিল কিছুদিন আগেও। তবে ২০২১ সালে ভোট লড়ার টিকিট না পেয়েই কার্যত তিনি বিজেপি শিবিরে যোগ দিয়েছিলেন। পরে আবার তৃণমূলে ফিরতে চেয়ে টুইটও করেছিলেন। কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গড়ে গেরুয়া শিবিরকে শক্তিশালী করার দায়িত্ব পেয়েছেন সোনালি।

তবে নতুন দায়িত্ব পেয়েই তিনি একের পর এক তোপ দাগতে শুরু করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সোনালির কাছে এটা কার্যত অগ্নিপরীক্ষা। কারণ তিনি মমতার ছায়াসঙ্গী। তবে তৃণমূলে থাকাকালীনও অভিষেকের সঙ্গে কিছুটা মনোমালিন্য হয়েছিল সোনালির। তবে বয়সে অনেকটাই ছোট অভিষেকের এই দাপটকে বিশেষ পাত্তা দেননি সোনালি। সেই অভিষেকের গড়ে এবার বিপক্ষের শিবিরে থেকে গেরুয়া শিবিরকে শক্তিশালী করতে হবে সোনালিকে। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। তবে এই লড়াইতে তিনি কতটা সফল হবেন সেটা বলবে সময়। তবে ময়দানে নেমে তিনি যেভাবে তির ছুঁড়তে শুরু করেছেন তাতে এটা বলাই যায় অত সহজে তিনি ময়দান ছেড়ে যাবেন। কারণ বিজেপির কাছেও তাঁকে প্রমাণ করতে হবে তিনি সোনালি গুহ। তিনি একসময়ের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছায়া সঙ্গী। বাংলার রাজনীতিতে যে দুটি নাম একসঙ্গে উচ্চারিত হত সেটা অবশ্যই মমতা- সোনালি। তাঁর এবার যোগ্যতা প্রমাণের পালা। মনে করছে রাজনৈতিক মহল।