TMC–CPM clash: তৃণমূল–সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ, আহত কমপক্ষে ৬

পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ। দুই দলের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। রবিবার রাতে তুফানগঞ্জেরর বালাভূত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাভূত এলাকায় ঘটনাটি ঘটে। সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনায় আহত হয়েছে উভয় দলের ৬ জন। আহতদের উদ্ধার করে নিয়ে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে দুই দলের কর্মী সমর্থককে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বালাভূত গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের পক্ষ থেকে একটি কর্মীসভার আয়োজন করা হয়। সেই কর্মী সভা শেষ হতেই এলাকায় পালটা মিছিল করে স্থানীয় তৃণমূলের নেতা ও কর্মীরা। সেই মিছিল থেকেই সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। ঘটনায় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় জখম হয় সিপিএমের ৩ জন। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ঘটনাস্থল থেকে সিপিআইএমের আরও একজন মহিলা সমেত দুইজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। অন্যদিকে, তৃণমূলের তিনজন আহত হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।

যদিও পালটা সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। বালাভূত অঞ্চলের তৃণমূল সভাপতি আলতাফ ব্যাপারী জানান, সিপিএম কর্মীরা তাদের কর্মীর উপর হামলা চালিয়েছে। তৃণমূলের তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ রাতেই তাদের ২০ জনকে গ্রেফতার করেছে। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তুফানগঞ্জ-১ বি ব্লকের তৃণমূলের সভাপতি প্রদীপ বসাক। তার দাবি, যে দুজনের মধ্যে সংঘর্ষ হয়েছে তাদের আগে থেকে জমি বিবাদ চলছিল। তাই।নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে সিপিএম উঠে পড়ে লেগেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup