Uttarakhand: ১৫ জুনের মধ্যে দোকান খালি করুন, উত্তরাখণ্ডে মুসলিমদের উৎখাতে বিতর্কিত পোস্টার

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেটা আসলে একটি পোস্টারের ছবি। উত্তরকাশীর একাধিক দোকানে সেই পোস্টার সাঁটা হয়েছে বলে খবর। সেখানে বলা হয়েছে মুসলিম দোকানদারদের আগামী ১৫ জুনের মধ্য়ে দোকান খালি করে দিতে হবে।

সেই পোস্টারে লেখা হয়েছে দেবভূমি রক্ষা অভিযান। সেখানে হিন্দিতে লেখা হয়েছে, লাভ জেহাদিদের বলা হচ্ছে মহা পঞ্চায়েতের নির্দেশ মোতাবেক ১৫ জুনের মধ্যে দোকান খালি করে দিতে হবে। যদি এটা না হয় তবে সেটা এবার সময়ের উপর ছেড়ে দিতে হবে।

স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা বীরেন্দ্র রানা জানিয়েছেন, স্থানীয়রাই এই পোস্টার দিয়েছেন। আসলে তাঁরা চান একটি বিশেষ ধর্মের লোকজন যেন এখানে আর না থাকেন। শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য় এটা চান স্থানীয়রা।

তিনি জানিয়েছেন, প্রথমে ওরা এলাকায় ব্য়বসা করার জন্য় আসছে। আর তারপরেই মেয়েদের টার্গেট করছে।

এদিকে এই বিতর্কিত পোস্টারগুলিকে ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। সালিম নামে এক ব্যবসায়ী দেরাদুনে তার ভাইয়ের বাড়িতে চলে গিয়েছেন। তিনি বলেন, সব সময় ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। ওরা যদি চায় পাহাড় ছাড়ার জন্য় নির্দেশ দেয়, তবে আমাদের সম্পত্তির জন্য় ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে একাধিক মুসলিম পরিবার এসডিএম পুরোলার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তাঁদের দাবি সেই ২৯ মে থেকে তাঁদের দোকানপাট বন্ধ রয়েছে। এর জেরে তাঁদের মারাত্মক অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। তাঁদের দাবি, আমাদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করে দিন। আমরা দোকান খুলতে চাই।

উত্তরকাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী জানিয়েছেন, আমরা ওই পোস্টারগুলি সরিয়ে ফেলেছি। যে সমস্ত সমাজবিরোধী এই পোস্টার দিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে সেই ২৬ মে থেকে উত্তরকাশিতে উত্তেজনা মাথাচাড়া দেয়। এক মুসলিম যুবক এক নাবালিকাকে নিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ।

এদিকে উত্তরকাশী পুলিশ ইতিমধ্যেই এই অশান্তির পেছনে যারা যুক্ত তাদের চিহ্নিত করার চেষ্টা করছে। এদিকে যমুনা ঘাটি হিন্দু জাগৃতি সংগঠন শনিবার এলাকায় মিছিল বের করে। তাদের কাছেও এই ধরনের আপত্তিকর পোস্টার ছিল।