Train derailed in Odisha: করমণ্ডল এক্সপ্রেসের বিভীষিকা কাটতে না কাটতেই ফের ওড়িশায় লাইনচ্যুত ট্রেন

গত সপ্তাহের শুক্রবারই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বালাসোরের বাহানগা বাজার স্টেশনে সেই দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৩০০ যাত্রীর মৃত্যু হয়েছিল তাতে। সেই দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। সবে মাত্র আজ সকালে এই রুটে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। আর এরই মধ্যে ফের একবার ওড়িশায় লাইনচ্যুত হল ট্রেন। জানা গিয়েছে, আজ একটি মালগাড়ি লাইনচ্যুত হয় বারগড় জেলায়। তবে এই দুর্ঘটনা ভারতীয় রেলের ট্র্যাকে হয়নি বলে জানা গিয়েছে। এই মালগাড়িটি এসিসি সিমেন্টের প্রাইভেট লাইনে ঘটে। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, দূনগুড়ি থেকে বারগড়ে যাচ্ছিল মালবাহী ট্রেনটি। সেই সময় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি বগি। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে দুর্ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এদিকে ট্রেনের চালকও অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে বালাসোরের বাহানগা স্টেশন দিয়ে আজ ফের প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হয়েছে। হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেসও এই ট্র্যাকের ওপর দিয়ে যায় আজ।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। এই সময় উলটো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলিতে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে ১২৮৪১ আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। এর জেরে সেই ট্রেনের বি২, বি৩, বি৪, বি৫, বি৬, বি৭, বি৮, বি৯, এ১ এবং এ২ কোচ উলটে যায়। এছাড়া ট্রেনের ইঞ্জিন এবং বি১ কোচটি লাইন থেকে ছিটকে যায়। এই দুর্ঘটনার জেরে যশবন্তপুর হামসফর এক্সপ্রেসেরও বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।