VIDEO: চাকরিজীবনের শেষ দিনে স্নিফার কুকুরদের সংবর্ধনা দিল CISF, চোখের জলে বিদায়

মানুষের সবচেয়ে কাছের বন্ধু ওরা। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতেও পিছপা হয় না। আর তাই তাদের কর্মজীবনের শেষ দিনে সংবর্ধনা। তিন স্নিফার ডগের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)। প্রায় আট বছরেরও বেশি সময় ধরে ‘চাকরি’ করার পর অবশেষে ‘অবসর’ নিচ্ছে এই কুকুরগুলি। তিনজনের নাম রকি, রোমিও এবং সনি। এই তিনজনই দিল্লি মেট্রো রেল কর্পোরেশনে (DMRC) কাজ করত। আরও পড়ুন: Centre on Stray Dogs: পথ কুকুরদের হামলা ঠেকাতে কেন্দ্রের বড় বার্তা, নজরে জন্ম নিয়ন্ত্রণ

সংবাদ সংস্থা ANI কুকুরদের সংবর্ধনা অনুষ্ঠানের একটি ভিডিয়ো পোস্ট করেছে। ক্লিপটিতে কুকুরগুলিকে মেডেল দেওয়া হচ্ছে। তারপরে CISF কর্মীদের উপস্থিতিতে কেক খাওয়ানো হচ্ছে। এমনকি তাদের স্যালুট করতেও দেখা যাচ্ছে। সব শেষে, কুকুরগুলিকে ফুলে সজ্জিত গাড়িতে করে অনেক আড়ম্বরসহ নিয়ে যাওয়া হচ্ছে।

রকি এবং রোমিও এই অনুষ্ঠানে অংশ নিলেও, সনি অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেনি। সনি জার্মান শেফার্ড। আপাতত নিয়মমাফিক কুকুরগুলিকে দত্তকের মাধ্যমে কোনও উপযুক্ত বাড়িতে পাঠানোর চেষ্টা করা হবে।

‘DMRC ইউনিটের CISF-এর এই তিন স্নিফার ডগ রকি, রোমিও এবং সনি আট বছরেরও বেশি সময় ধরে কাজ করেছে। এতগুলি বছর পরে আজ তারা অবসর গ্রহণ করেছে। তাদের নিঃস্বার্থ কর্তব্য পালনের কথা মাথায় রেখে সংবর্ধিত করা হয়েছে। জার্মান শেফার্ড সনি অসুস্থতার কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারেনি। অবসরপ্রাপ্ত কুকুরগুলিকে দত্তকের জন্য দিল্লির ফ্রেন্ডিকোস-SECA-এর কাছে হস্তান্তর করা হবে,’ টুইটে জানিয়েছে ANI।

পুলিশ কুকুর দত্তক নিলে সমস্যা হবে না?

অনেকেই জানতে চান, পুলিশ কুকুর বাড়িতে দত্তক নিয়ে রাখা সম্ভব কিনা। আসলে জনতা একাংশের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে যে, পুলিশ কুকুর মানেই তা অত্যন্ত আগ্রাসী এবং তাকে নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। ফলে বাড়িতে পরিবারের সঙ্গে এমন কুকুর রাখতে ভয় পান।

কিন্তু বাস্তবে, এই ধরনের সার্ভিস ডগদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া দীর্ঘ সময় ঘরে বহু মানুষের সঙ্গে মেলামেশা, অর্ডার মেনে কাজ করা ইত্যাদির কারণে পোষার জন্য এর থেকে ভাল কুকুর কার্যত নেই বললেই চলে। তবে হ্যাঁ, এদের নিয়মিত যত্ন, খেলা, হাঁটাচলা এবং সুনির্দিষ্ট ডায়েট মেনে চলা গুরুত্বপূর্ণ। আরও পড়ুন: Dogs: কুকুরকে খাওয়ানোর জায়গা পাচ্ছেন না? আবাসনের পাহারাদার লাঠি দিয়ে তাড়িয়ে দেয় ? বড় নির্দেশ আদালতের

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup