WTC Final: India Not Under Pressure To Win An ICC Trophy, Says Head Coach Rahul Dravid

লন্ডন: প্রায় ১০ বছর কেটে গিয়েছে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভারত। সেই শেষ। তারপর থেকে আর আইসিসি-র কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি ভারত। 

সেই খরা কি কাটাতে পারবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)? ছবিটা পরিষ্কার হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। কারণ, ওভালে ৭-১১ জুন আরও একটি আইসিসি ইভেন্টের ফাইনালে নামছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। প্রতিপক্ষ? অস্ট্রেলিয়া (Ind vs Aus)।

বারবার আইসিসি (ICC Trophy) ইভেন্ট থেকে খালি হাতে ফেরা কি দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে? সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেছেন, ‘একেবারেই না। আইসিসি ট্রফি জেতার কোনও চাপ আমরা অনুভব করছি না। অবশ্যই ট্রফি জিততে পারলে ভালই লাগবে। আইসিসি টুর্নামেন্ট জিততে পারাটা সব সময়ই আনন্দের।’

দ্রাবিড় আরও বলেছেন, ‘এটাও ভেবে দেখতে হবে যে, এই ফাইনাল খেলাটা গত ২ বছরের পরিশ্রমের মিলিত ফল। অনেক সাফল্যের মেলবন্ধনের পর এই জায়গায় পৌঁছেছি। অনেক কিছু ইতিবাচক দিক রয়েছে। টেবিলে কোথায় দাঁড়িয়ে আছি দেখতে হবে। অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছি। ইংল্যান্ডে সিরিজ ড্র করেছি। ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেছি। সারা বিশ্ব জুড়ে গত ৫-৬ বছরে খেলে বেড়িয়েছে এই দল। আইসিসি ট্রফি পাইনি বলে এগুলো মিথ্যে হয়ে যাবে না। বৃহত্তর ছবি এটাই।’ যোগ করেছেন, ‘অবশ্যই ট্রফি জিততে পারলে ভাল হতো। যে কোনও ক্রিকেট ম্যাচই আপনি জিততে চাইবেন। এটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর জিতে মাঠ ছাড়তে পারলে দারুণ হবে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকেই অস্ট্রেলিয়াকে ফেভারিট হিসাবে বেছে নিচ্ছেন। বলা হচ্ছে, ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতিতে এগিয়ে থাকবেন প্যাট কামিন্সরাই। দ্রাবিড় বলছেন, ‘যাই হোক না কেন, আগামী ৫ দিন সেটা পরিষ্কার হয়ে যাবে। তার আগে কী বলা হল বা পরে কী হল সেটা কোনও ব্যাপার নয়। কে ফেভারিট, কে নয়… মোদ্দা কথা হল দুটো ভাল দল খেলছে। দুই দলেরই ভাল কিছু ক্রিকেটার রয়েছে। আমি আশাবাদী যে, যদি আমরা ভাল খেলি, যদি ২০ উইকেট তুলতে পারি ও রান করি, আমি আত্মবিশ্বাসী আমরাই জিতব। হয়তো আগে থেকে বেশি আলোচনায় না থাকাটাই ভাল।’