বাসন্তীতে ৩ নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল, দিলেন পাশে থাকার আশ্বাস

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ৩ ভাইকে হারিয়ে দিশাহারা বাসন্তীর গায়েন পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাসন্তীর হারান গায়েন, নিশিকান্ত গায়েন ও দিবাকর গায়েনের। এদিন পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন রাজ্যপাল। সঙ্গে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস।

এদিন রাজ্যপালের সফরকে কেন্দ্র করে বাসন্তীতে ছিল থমথমে শোকের পরিবেশ। গায়েন পরিবারের বাড়িতে ঢুকতেই রাজ্যপাল সদ্য সন্তানহারা জননীর হাত জড়িয়ে ধরেন। এদিন সঙ্গে করে ফল ও জামাকাপড় নিয়ে গিয়েছিলেন রাজ্যপাল। সে সব নিহতদের পরিবারের হাতে তুলে দেন। এর পর পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি বলেন, পরিবারের পাশে সব সময় আছেন তিনি। পরিবারটিকে রাজ্যপালের তরফে এককালীন ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করেন তিনি। সঙ্গে জানান, আগামী ৬ মাস পরিবারটিকে মাসে ২০০০ টাকা করে দেবেন তিনি। সঙ্গে নিহতদের পারলৌকিক কাজের ভারও নেন সিভি আনন্দ বোস।

শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয় বাসন্তীর ৩ ভাইয়ের। সোমবার দেহ গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এর পর পাশাপাশি তিন চিতায় দাহ করা হয় ৩ ভাইকে।