মলয় ঘটকের ঘনিষ্ঠ কাউন্সিলরের স্বামীকে ইডির তলব, হাজিরা দিতে হবে নয়াদিল্লিতে

কয়লাপাচার কাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে আগেই নোটিশ পাঠিয়েছিল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঠিক তার একদিন পর এবার মন্ত্রী ঘনিষ্ঠ আসানসোলের তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের স্বামীকে তলব করল ইডি। ইডি সূত্রে খবর, তদন্তে একাধিকবার আসানসোল পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী শঙ্কর চক্রবর্তীর নাম উঠে এসেছে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে ইডি। পর পর এই তলবে ইডির অতিসক্রিয়তা দেখছেন তৃণমূল কংগ্রেস নেতারা।

এদিকে আগামী সপ্তাহে শঙ্কর চক্রবর্তীকে নয়াদিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এই বিষয়ে সাংবাদিকরা শঙ্করবাবুর বাড়িতে গেলে তাঁর স্ত্রী তথা কাউন্সিলর দীপা চক্রবর্তী জানান, ইডির নোটিশ তাঁরা সোমবার দুপুরে পেয়েছেন। শঙ্করবাবুর হাঁটু অপারেশন হয়েছে। তাই তিনি এখন কিছু বলতে পারছেন না। তবে নয়াদিল্লিতে হাজিরা দিতে যাবেন। এই তৃণমূল কংগ্রেস নেতাকে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু তিনি হাজিরা দেননি। এমনকী টেলিফোনেও তাঁর সাড়া পাওয়া যায়নি। এবার দিল্লিতে ইডি’‌র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

অন্যদিকে ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডে তাঁর বয়ান রেকর্ড করা হবে বলেই তলব করা হয়েছে। আসানসোলের গ্লাস কারখানায় কাজ করতেন শঙ্কর চক্রবর্তী। ১৯৮২ সালে সেই কারখানা বন্ধ হয়ে গেলে তিনি কংগ্রেসে যোগ দেন। তখন থেকেই মলয় ঘটকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। মলয় ঘটক তখন অবিভক্ত বর্ধমানের দাপুটে কংগ্রেস নেতা। তবে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর মলয়বাবুর হাত ধরেই শঙ্করও তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এভাবেই মলয়–শঙ্করের সম্পর্ক গড়ে ওঠে।

আর কী জানা যাচ্ছে?‌ তবে এই সম্পর্কের নেপথ্যে আরও ঘটনা আছে। মলয় ঘটক যখন আইনজীবী হিসাবে প্র‌্যাকটিস করতেন তখন শঙ্কর ছিলেন মলয়ের মুহুরি। একসঙ্গে থাকা, খাওয়া এবং গল্প করা চলত নিয়মিত। একে অন্যের বাড়ি যেতেন। এটা ছিল রাজনীতিতে আসার আগের ইতিহাস। তারপর রাজনীতিতে আসা এবং নিজেকে লড়াই–আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করেছেন মলয় ঘটক। তখন থেকে আরও নিবিড় সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। এরপর মলয় ঘটকের নাম কয়লা পাচার কাণ্ডে জড়িয়ে যাওয়ায় ঘনিষ্ঠ শঙ্করকে ধরেও টানাটানি শুরু হয়েছে বলে সূত্রের খবর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup