Assault on Dalit in Gujarat: ভাইপো হাতে তুলে নিয়েছিল ক্রিকেট বল, তাই দলিত ব্যক্তির আঙুল কেটে নেওয়া হল গুজরাটে

সাম্প্রতিক বছরগুলিতে একের পর এক নামকরা ক্রিকেটার দিয়ে গুজরাট। হার্দিক পাণ্ডিয়া, চেতেশ্বর পুজারা, জয়দেব উনাদকট, পার্থীব প্যাটেল, মুনাফ প্যাটেল… সেই গুজরাটেই এক ছোট্ট শিশু বল ধরা ‘অপরাধ’! কারণ সে দলিত। সেই ‘অপরাধের’ সাজা পেতে হয়েছে সেই শিশুর কাকাকে। ক্রিকেট বল হাতে নেওয়া শিশুর কাকার হাতের বুড়ো আঙুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই আবহে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে গুজরাটের পটান জেলার কাকোশি গ্রামে।

জানা গিয়েছে, স্থানীয় স্কুলের মাঠে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছিল। মাঠের পাশে বসে সেই ম্যাচই দেখছিল ছোট্ট শিশুটি। সেই সময় তার কাছে বল এলে সে সেটা তুলে নেয়। এরপরই নাকি সেখানে উপস্থিত একজন রুদ্রমূর্তি ধারণ করে। সে জাত তুলে অকথ্য ভাষা প্রয়োগ করতে থাকে। সেই সময় সেই শিশুর কাকা ধীরজ পারমার সেখানে ছিল। সেই এর প্রতিবাদ জানায়। তখনকার মতো বিবাদ মিটিয়ে নেওয়া হয়। তবে পরে সন্ধ্যাবেলায় সাতজন ধারালো অস্ত্র নিয়ে ধীরজে ওপর হামলা করে। তাদের মধ্যে একজন ধীরজেন বুড়ো আঙুল কেটে দেয়। উল্লেখ্য, বিজেপি শাসিত রাজ্যে এর আগেও বহুবার দলিতদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। কংগ্রেস এই বিষয়টিকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দাও তুলতে চেয়েছে। তবে স্বাধীনতার ৭৫ বছর পর আজও দেশের সর্বত্র সবাইকে সমান চোখে দেখা হয় না। এই ঘটনাই তার প্রমাণ।

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে পুলিশে অভিযোগ দায়ের করেছেন জখম ধীরজ। ভারতীয় দণ্ডবিধির ৩২৬ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র দিয়ে কাউকে গুরুতর আঘাত করা), ৫০৬ (অপরাধমূলক ভাবে ভয় দেখানো) ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়াও এসসি-এসটি (অত্যাচার প্রতিরোধ আইন)-এর উপযুক্ত ধারাতেও এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে। এই আবহে সেই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।