No Matric: আর মাধ্যমিকের মতো পরীক্ষা দিতে হবে না ওই রাজ্যে, স্কুলেই হবে ক্লাস ১০, মিশে গেল দুই বোর্ড

 ২০২৪ এর পর থেকে ক্লাস ১০এর বোর্ড পরীক্ষা আর দিতে হবে না পড়ুয়াদের। অসমে এই নয়া নিয়ম লাগু হচ্ছে বলে খবর। সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন, SEBA, AHSEC এক হয়ে গিয়ে একটা সিঙ্গল এডুকেশন বোর্ড তৈরি করা হচ্ছে। জাতীয় শিক্ষা নীতি ২০২০ অনুসারে ক্লাস ১০এর বোর্ড পরীক্ষা যেটা ম্যাট্রিকুলেশন বলে পরিচিত সেটা আপাতত বাদ দেওয়া হবে। মানে ক্লাস ১০এর পরীক্ষা দেওয়ার পরে কোনও পড়ুয়া হায়ার সেকেন্ডারিতে চলে যেতে পারবে। তারজন্য আলাদা করে আর ম্যাট্রিকুলেশন দেওয়ার আর প্রয়োজন হবে না।

টাইমস নাওয়ের খবর অনুসারে জানা গিয়েছে একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন, সেকেন্ডারি এডুকেশন বোর্ড অফ অসম ও অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলকে মিলিয়ে দেওয়া হচ্ছে।

অসমের মুখ্যমন্ত্রী একটি স্থানীয় মিডিয়াতে জানিয়েছিলেন, ম্যাট্রিকুলেশন বা ম্য়াট্রিক বলে আর কোনও পরীক্ষা এখন থেকে আর নেই। স্কুলের মধ্য়েই এই পাস-ফেল সিস্টেমটা থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা নিশ্চিত করার জন্য যে ক্লাস ১০এর পরীক্ষা দেওয়ার পরেই কোনও পড়ুয়া ১১ অথবা ১২ ক্লাসের জন্য পড়াশোনা চালু করতে পারবে।

কিন্তু কেন এই বিরাট বদল আসছে ক্লাস ১০এর বোর্ড পরীক্ষায়? কীভাবে এবার থেকে ক্লাস ১০এর পরীক্ষাটি হবে?

অসমের মুখ্য়মন্ত্রী জানিয়ে দিয়েছেন, ক্লাসে ১০এর পরীক্ষাটা আর ম্যাট্রিক পরীক্ষা বলে পরিচিত থাকবে না। এটা স্কুল বা অ্য়াকাডেমিক কাউন্সিল জেলা স্তরে পরিচালিত করবে। এটা একেবারে অভ্যন্তরীন পরীক্ষা হবে।

ওয়াকিবহাল মহলের মতে, আলাদা করে ম্য়াট্রিক বা ম্যাট্রিকুলেশনের মতো পরীক্ষা থাকছে না। এক্ষেত্রে ক্লাস ১০এর পরীক্ষা নেবে সংশ্লিষ্ট স্কুল বা অ্য়াকাডেমিক কাউন্সিল। তারপরই তারা ক্লাস ১১এ উঠতে পারবে। সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারির মধ্য়েও আর বিশেষ কোনও ফারাক থাকছে না বলে খবর। ক্লাস ১০এর পরীক্ষা দেওয়ার আর ৫টা ক্লাসে যেভাবে পড়ুয়া উঠে পড়ে সেভাবেই কার্যত ১১এ উঠবে পড়ুয়া। অসমে SEBA, AHSEC -কে পরস্পরের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে।

অনেকের মতে, ম্যাট্রিকের নামে যে ভীতি জাঁকিয়ে বসে পড়ুয়াদের মধ্যে সেটা এবার থেকে অনেকটাই কমবে নতুন এই ব্যবস্থা।