WTC Final: Rohit Sharma Hit On Thumb, Suffers Injury Scare Just Ahead Of WTC Final

লন্ডন: চোটের জন্য ছিটকে গিয়েছিলেন কে এল রাহুল, ঋষভ পন্থরা। নেটে হালকা চোট পেয়েছিলেন ঈশান কিষাণও। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগের দিন প্রস্তুতির ফাঁকেই বুড়ো আঙুলে চোট পেলেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের চোট কতটা গুরুতর তা এখনও জানা না গেলেও অনুশীলনের মাঝপথেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন হিটম্যান। যা খেলা শুরুর ২৪ ঘণ্টা আগে একটু হলেও চিন্তা বাড়াবে টিম ম্যানেজমেন্টের। এদিন ছিল ঐচ্ছিক অনুশীলন। প্রথম সারির একমাত্র রোহিতই মাঠে এসেছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাঠে গিয়ে থ্রো ডাউনে অনুশীলন শুরু করেন টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন। ঠিক তখনই একটি বল অতিরিক্ত বাউন্স নিয়ে সোজা আঘাত করে রোহিতের হাতে। তারপরই নেট থেকে বেরিয়ে যান ভারত অধিনায়ক। কিছুক্ষণ ফিজিও কমলেশ প্যাটেলের সঙ্গে কথা বলেন তিনি। তবে এরপর বিসিসিআইয়ের তরফে আর কোনও বিবৃতি দেওয়া হয়নি।

বেশ কয়েকদিন ধরেই ইংল্যান্ডে অনুশীলন সারছে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দলই। তবে রবিবার, ৪ জুনই প্রথমবার ফাইনালের আগে ওভালে ভারতীয় দল অনুশীলন সারে। সোমবারও টিম ইন্ডিয়ার তারকাদের কড়া অনুশীলন করতে দেখা যায়। সেই অনুশীলনেরই এক ফাঁকে রোহিতকে হাতে ব্যান্ডেজ লাগিয়ে বসে থাকতে দেখা যায়। এই দেখেই ভারতীয় দলের সমর্থকরা রোহিতের ফিটনেস নিয়ে চিন্তিত। অনেকেই প্রশ্ন তুলেছেন, যে রোহিত আদৌ ফিট তো? একজন লেখেন, ‘রোহিতের হাতে কী হয়েছে? আশা করছি সব ঠিক আছে।’ আরেকজন লেখেন, ‘রোহিতের হাতে ব্যান্ডেজ কেন?’

সাম্প্রতিক সময়ে বারংবার নিজের ফিটনেস নিয়ে ভুগতে দেখা গিয়েছে ভারতীয় অধিনায়ককে। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে রোহিত মোট আটটি টেস্ট ম্যাচ চোটের কারণে মাঠের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। ইতিমধ্যেই যশপ্রীত বুমরা, কেএল রাহুল, ঋষভ পন্থের মতো তারকাদের চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাবে না ভারত। তাই ভারতীয় ওপেনারের হাতে ব্যান্ডেজ দেখে স্বাভাবিকভাবে সমর্থকদের উদ্বেগ বাড়ে। এদিন যদিও রোহিত অনুশীলনে নামলেন, কিন্তু সেখানে ফের চোট পেলেন আঙুলে। আগামীকাল মাঠে নামার আগে পর্যন্ত কতটা ফিট হয়ে উঠতে পারেন হিটম্যান সেটাই দেখার। 

এদিকে ভারতের বিরুদ্ধে ফাইনালের জন্য নিজেদের একাদশে স্কট বোল্যান্ডের অন্তর্ভূক্তির কথা ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে ৪ পেসার কামিন্স, স্টার্ক, বোল্যান্ড ও অলরাউন্ডার গ্রিনকে নিয়েই মাঠে নামতে চলেছে অস্ট্রেলিয়া, তা একপ্রকার নিশ্চিত।