Abhijit Ganguly: ভদ্র না অভদ্র কে গ্রেফতার হয়েছে তাতে আদালতের মাথাব্যথা নেই: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রাথমিক নিয়োগ দুর্নীতির গোড়ায় আঘাত হানলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার ২০১৪ প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি প্রশ্ন তুললেন, একটি বেসরকারি সংস্থাকে ‘কনফিডেন্সিয়াল সকশন’ ঘোষণার অধিকার দিয়েছে কে? একই সঙ্গে বিচারপতি সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারি নিয়েও মন্তব্য করেন।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা সংসদের আইনজীবীকে প্রশ্ন করেন, পর্ষদের অংশ নয় এমন একটি সংস্থাকে কী ভাবে কনফিডেন্সিয়াল সেকশন ঘোষণা করা হল? পর্ষদের আইনে তাদের এমন কোনও সুযোগ দেওয়া রয়েছে কি? মানিক ভট্টাচার্যের সঙ্গে এই সংস্থার কী সম্পর্ক ছিল?

বলে রাখি, প্রাথমিক নিয়োগের টেটের ওএমআর শিট সরবরাহ করা, ওএমআর শিট মূল্যায়ণ করা ও মেধাতালিকা তৈরির দায়িত্বে ছিল এই এ বসু রায় অ্যান্ড কোম্পানি। এমনকী তাদের ওপর পর্ষদের ভরসা এত বেশি ছিল যে ১০ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। পর্ষদের যুক্তি পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা ভালো হওয়ায় তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

এদিন আদালতে সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারি নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ভদ্র না অভদ্র কে গ্রেফতার হয়েছে তাতে আমার মাথা ব্যথা নেই।