Air India Viral Video: এয়ার ইন্ডিয়ার বিমান বিভ্রাটের জের, সান ফ্রান্সিস্কোগামী ২২০ যাত্রীকে থাকতে হচ্ছে রাশিয়ার গ্রামে

মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিভ্রাট দেখা দেয়। এর জেরে সান ফ্রান্সিস্কোগামী বিমানটি রাশিয়ার মাগাদান এয়ারপোর্টে জরুরি অবতরণ করে। এরপর কোনওক্রমে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটি গ্রামে রাখা হয় প্রায় ২২০ জন যাত্রীকে। সেখানেই মেঝেতে তোশকে শুতে হচ্ছে যাত্রীদের। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এআই১৭৩ উড়ানের যাত্রীদের পরিস্থিতির একটি ভিডিয়ো টুইট করেন এক সাংবাদিক। তিনি অভিযোগ করেন, এয়ার ইন্ডিয়ার তরফে কিছু জানানো হচ্ছে না তাদের। তবে শেষ পর্যন্ত এই নিয়ে মুখ খোলে সংস্থা। সংস্থার তরফে জানানো হয়, আজকে ভারতীয় সময় দুপুর ১টার সময় রাশিয়ার মাগাদান থেকে মুম্বইয়ে উড়িয়ে আনা হবে আটকে পড়া যাত্রীদের। তারপর অন্য একটি বিমানে তাদের আমেরিকার সান ফ্রান্সিস্কোর উদ্দেশে উড়িয়ে নিয়ে যাওয়া হবে।

জানা যায়, এয়ার ইন্ডিয়া ফ্লাইট দিল্লি থেকে সানফ্রান্সিস্কোর দিকে যাচ্ছিল। তার একটি ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। ফ্লাইটে ২১৬ জন যাত্রী ও ১৬ জন ক্রু মেম্বার ছিলেন। প্লেনটিকে ঘুরিয়ে রাশিয়ার মাগাদান বিমানবন্দরে নিরাপদে নামানো হয়। এদিকে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, এয়ারক্রাফটে বাধ্য়তামূলক সব মেরামতি করা হয়েছিল। তা সত্ত্বেও মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিভ্রাট দেখা দেয়। এদিকে এরপরই যাত্রীদের স্থানীয় একটি গ্পামের স্কুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।

অভিযোগ ওঠে, বিমানবন্দর থেকে গ্রামের স্কুলে নিয়ে যাওয়ার পর আরও কোনও যোগাযোক করেনি এয়ার ইন্ডিয়া। এই আবহে গোটা পরিস্থিতি নিয়ে ধন্দে পড়েন যাত্রীরা। অভিযোগ ওঠে, যে স্কুলে যাত্রীদর রাখা হয়েছে, সেখানে থাকার জন্য সঠিক ব্যবস্থা করা হয়নি। মাটিতেই কোনও ভাবে বিছানা পেতে শুতে দেওয়া হয়েছে যাত্রীদের। এদিকে রাশিয়ায় ভারতীয় দূতাবাসের কোনও আধিকারিকও সেই যাত্রীদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ। তবে জানা গিয়েছে, স্থানীয় রাশিয়ান আধিকারিকরা ভালো ব্যবহার করেন যাত্রীদের সঙ্গে। ৬ ঘণ্টা বিমানে থাকার পর রাশিয়ায় অবতরণের পর ১৮ ঘণ্টা এভাবে স্কুলে থাকতে হয় যাত্রীদের।