Frozen embryo damage: সংরক্ষিত ভ্রূণ নষ্টের দায়ে সংস্থাকে ১ লাখ টাকা জরিমানা রাজ্যের, নেপথ্যে কী কারণ

 কৃত্রিম পদ্ধতিতে তৈরি ভ্রুণ সংরক্ষিত ছিল আইভিএফ সেন্টারে। প্রতি মাসে তার রক্ষণাবেক্ষণের জন্য টাকাও দিতেন ওই ভ্রুণের অভিভাবকরা। তারপরেও নষ্ট হয়ে গেল সংরক্ষিত ভ্রুণ। সংস্থার নামে গাফিলতির অভিযোগ আনলেন ভ্রুণের অভিভাবিকা মোনালিসা‌ দাস। আর সেই অভিযোগের ভিত্তিতেই পশ্চিমবঙ্গ ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন ১ লাখ টাকা জরিমানা করে সংস্থাকে। মোট চার কিস্তিতে সেই টাকা দিতে হবে অভিযোগকারিণীকে। ঠিক কী কারণে ডিম্বাণু নষ্ট হল? সংবাদমাধ্যমকে মোনালিসা দাস জানান, কৃত্রিম উপায়ে ভ্রুণ তৈরির পর তা নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়। এর জন্য মাসে মাসে কেয়ার নামের ওই সংস্থা বড় অঙ্কের টাকাও নিত। কিন্তু কার্যক্ষেত্রে বড় গাফিলতি ছিল। যার ফলেই নষ্ট হয় ভ্রুণ। 

আরও পড়ুন: খাবারের বিষক্রিয়ায় কারা বেশি ভোগেন? আগাম সাবধান হলে এড়ানো যায় মারাত্মক রোগ

আরও পড়ুন: সব দুশ্চিন্তা ভ্যানিশ হবে একটি ফলের গুণেই, নামটা কিন্তু আপনার খুব চেনা

সংরক্ষিত ভ্রুণ আসলে কী? বর্তমানে আধুনিক বিজ্ঞানের সাহায্যে ভ্রুণ গর্ভের বাইরে সংরক্ষণ করা যায়। কৃত্রিম উপায়ে নারীর ডিম্বাণু ও পুরুষের শুক্রাণুর মধ্যে মিলন ঘটিয়ে ভ্রুণ তৈরি করা হয়। এই ভ্রুণ নির্দিষ্ট পদ্ধতিতে গবেষণাগারে সংগ্ৰহ করা হয়। এক দুই বছর নয়, বহু বছর ধরে এই ভ্রুণ সংরক্ষণ করা যায়। প্রসঙ্গত অভিযোগকারিণী এই ক্ষেত্রে পাঁচ বছর আগে থেকে স্বামীর সঙ্গে যৌথভাবে ভ্রুণ সংরক্ষণ শুরু করেন। সেই সময় মোট চারটি ভ্রুণ সংরক্ষণ করেন যুগল। সম্প্রতি মা হওয়ার পরিকল্পনা করছিলেন অভিযোগকারিণী। সংরক্ষিত ভ্রুণের দুটি গর্ভে ধারণ করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এরপর তৃতীয় ভ্রুণটি ধারণ করার সময় সত্যিটা সামনে আসে। জানা যায়, আগের দুটি ভ্রুণ নষ্ট ছিল বলেই গর্ভধারণ সম্ভব হয়নি। 

এর ভিত্তিতে ডব্লিউবিসিইআরসি-তে অভিযোগ জানালে কড়া পদক্ষেপ নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান সংবাদমাধ্যমকে বলেন, এই ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও তা একেবারেই বিরল। তবে সংস্থা তার দায় কিছুতেই এড়াতে পারে না। তাই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়। সংস্থাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। যা চার কিস্তিতে ওই অভিযোগকারিণীকে দিতে হবে। আগামী জুলাই মাসের মধ্যে ওই জরিমানার পুরো টাকা মিটিয়ে দিতে হবে সংস্থাকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup