Kerala Train Fire: ভিক্ষা করে আয় হচ্ছে না, ফ্রাস্ট্রেশনে কেরলে ট্রেনে আগুন ধরালেন বাংলার যুবক

ভিক্ষা করে যথেষ্ট আয় হচ্ছিল না। সেই গ্লানিতে কেরলে ট্রেনের কামরায় আগুন ধরালেন দক্ষিণ ২৪ পরগনার যুবক। গত ১ জুন আলাপুঝা – কুন্নুর এগজিকিউটিভ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় এমনই অবাক করা তথ্য সামনে এসেছে বলে জানিয়েছেন সেখানকার পুলিশের আইজি। যুবকের সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর কোনও যোগ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

গত ১ জুন রাত ১টা ২৫ মিনিট নাগাদ ট্রেনের কামরায় প্রথম আগুন দেখতে পান রেলকর্মীরা। কয়েক মিনিটের মধ্যে দমকল পৌঁছে আগুন নেভায়। তদন্তে নেমে গোয়েন্দারা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে প্রসেনজিৎ শিকদার নামে এক যুবককে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা প্রসেনজিৎ। মুম্বই – দিল্লির মতো বড় শহরের হোটেলে কাজ করত সে। কিন্তু কয়েক বছর আগে সেসব ছেড়ে ছুড়ে ভিক্ষাবৃত্তি শুরু করে যুবক। কিন্তু ভিক্ষা করে যথেষ্ট আয় হচ্ছিল না তাঁর। ফলে ক্রমশ ধৈর্য হারাচ্ছিল সে। গত ১ জুন রাতে কুন্নুর স্টেশনের ইয়ার্ডে ট্রেনের খালি কামরায় বসে থাকার সময় দেশলাই দিয়ে সে আগুন ধরিয়ে দেয়।

আইজি নীরজ কুমার সিং জানিয়েছেন, ধৃত যুবক ধূমপায়ী। ফলে তাঁর কাছে সব সময় দেশলাই মজুত থাকত। তাই দিয়েই সে আগুন ধরিয়েছে। আগুন ধরানোর জন্য কোনও দাহ্য পদার্থের ব্যবহার করেনি সে। এমনকী ধৃত যুবকের সঙ্গে কোনও জঙ্গিগোষ্ঠীর কোনও যোগ পাওয়া যায়নি। তবে এর আগেও সে একাধিকবার কেরল এসেছিল বলে দাবি করেছে প্রসেনজিৎ। সেই সব তথ্য খতিয়ে দেখতে ধৃতকে হেফজতে নিয়েছে পুলিশ।