Most polluted cities of world: বিশ্বের প্রথম ২০টি দুষিত শহরের মধ্য়ে ভারতেরই ১৫টি, কলকাতা আছে তালিকায়?

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস সবে গিয়েছে। ঘটা করে পালিত হয়েছে দিনটা। আর তার মধ্যেই সামনে এল বিরাট তথ্য। ২০২২ সালে সর্বোচ্চ দুষিত দেশের তালিকায় অষ্টম স্থানে ভারত। বার্ষিক বিশ্ব এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুসারে সামনে এসেছে অত্যন্ত উদ্বেগের ছবি। সুইস এয়ার কোয়ালিটি টেকনোলজি কমিটি এই রিপোর্ট প্রকাশ করেছে। বিশ্বের দুষিত শহরের তালিকায় প্রথম ২০টির মধ্যে ১৫টিই ভারতের শহর।

এবার দেখে নিন বিশ্বের দুষিত ২০টি শহরের তালিকা…

১) লাহোর পাকিস্তান

২) হোটান, চিন

৩) ভিওয়ান্দি, ভারত

৪) দিল্লি , ভারত

৫)পেশোয়ার, পাকিস্তান

৬) দ্বারভাঙা, ভারত

৭) আসোপুর, ভারত

৮) এন জামেনা, চার

৯) নিউ দিল্লি, ভারত

১০) পটনা, ভারত

১১)গাজিয়াবাদ, ভারত

১২)ধারুহেরা, ভারত

১৩) বাগদাদ, ইরাক

১৪) ছাপড়া, ভারত

১৫) মুজফ্ফরনগর, ভারত

১৬) ফৈয়জলাবাদ, ভারত

১৭) গ্রেটার নয়ডা, ভারত

১৮)বাহাদুরগড়, ভারত

১৯) ফরিদাবাদ, ভারত

২০) মুজফ্ফরপুর, ভারত

তবে তাৎপর্যপূর্ণভাবে কলকাতা এই তালিকায় নেই। এটা কিছুটা হলেও স্বস্তির। তবে সেই তালিকায় রয়েছে রাজধানী শহর দিল্লি। তবে প্রথম ২০টির মধ্যে ১৫টি ভারতের শহর এটা অত্যন্ত উদ্বেগের।