TB Vaccine by Bharat Biotech: টিবি রোগের প্রথম টিকা আনতে চায় ভারত বায়োটেক, কেন্দ্রের তরফে কী জানানো হল

টিউবারকিউলোসিস বা যক্ষ্মা রোগের জন্য এই প্রথম টিকা আনার প্রস্তাব দিল ভারত বায়োটেক। সংস্থার তরফে এমনটাই জানানো হল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই-কে। হায়দ্রাবাদের এই সংস্থা দেশে ফেজ ১ ও ফেজ ২-এর ক্লিনিকাল ট্রায়াল (কোনও ওষুধ বিক্রির আগে কিছু সংখ্যক মানুষের উপর সম্মতি নিয়ে প্রয়োগ করা) শুরু করার প্রস্তাব দিয়েছে ইতিমধ্যেই। তবে এখনই এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছায়নি কোনও ডিসিজিআই। তাদের তরফে সংস্থার থেকে আরও কিছু তথ্য চেয়ে পাঠানো হয়েছে। যেসব রোগীর উপর পরীক্ষামূলক ভাবে ওষুধ প্রয়োগ করা হবে, তাদের নিরাপত্তার কী কী ব্যবস্থা থাকবে,তাও জানতে চেয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা।

আরও পড়ুন: খাবারের বিষক্রিয়ায় কারা বেশি ভোগেন? আগাম সাবধান হলে এড়ানো যায় মারাত্মক রোগ

আরও পড়ুন: সব দুশ্চিন্তা ভ্যানিশ হবে একটি ফলের গুণেই, নামটা কিন্তু আপনার খুব চেনা

এর পাশপাশি কেমন জনগোষ্ঠীর উপর ক্লিনিকাল ট্রায়াল চালানো হবে তাও জানত চেয়েছে ডিজিসিআই। পরীক্ষার তালিকায় থাকতে পারে সাধারণ মানুষ, রোগী ও টিবি থেকে সদ্য সেরে উঠেছেন এমন মানুষও। তবে কাদের উপর পরীক্ষা করে হবে সেই বিষয়েই বিস্তারিতভাবে জানাতে হবে ভারত বায়োটেককে। প্রসঙ্গত সারা বিশ্বের মধ্যে ভারত টিবি বা যক্ষ্মা রোগের অন্যতম বড় আঁতুড়ঘর। গোটা পৃথিবীর অধিকাংশ টিবি রোগীই ভারতীয়। রোগটির ভয়াবহ প্রকোপ দূর করতেই সংস্থার তরফে এমন উদ্যোগ নেওয়া হল। তবে ভারত বায়োটেক ছাড়াও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ টিভি রোগের টিকা আবিষ্কারের জন্য গবেষণা করে চলেছে। 

বর্তমানে ভারতে টিবি মোট রোগীর সংখ্যা ২০ লাখের কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশকে  ২০২৫ সালের মধ্যে টিবিমুক্ত করার পরিকল্পনা করেছেন। বর্তমানে বিসিজি টিকার সাহায্যেই এই রোগের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তুলছে কেন্দ্র। শিশুদের জন্মের পর নির্দিষ্ট সময় এই টিকা দেওয়ার ব্যবস্থাও চালু রয়েছে সারা দেশ জুড়ে। তবে বিশেষজ্ঞদের মতে, বিসিজি টিকা খুব কার্যকরী নয়। এই টিকা দেওয়ার পরেও একজন টিবি রোগে আক্রান্ত হতে পারেন। ভারত বায়োটেকের প্রস্তাবের ভিত্তিতে ডিসিজিআই আরও একটি বিষয়ে নজর দিতে বলেছে। টিবি রোগে আক্রান্ত ব্যক্তিদের কোন উপায়ে চিকিৎসা করা সম্ভব তা জানানোর কথাও বলা হয়েছে ডিজিসিআইয়ের চিঠিতে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup