Team India to play wearing black armbands to mourn the loss of lives in Odisha train accident

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক দিন আগেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে। ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Accident) সঙ্গে মালগাড়ির সংঘর্ষে প্রাণ গিয়েছে ২৮৮ জনের। সেই মর্মান্তিক দুর্ঘটনার রেশ এবার পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (ICC World Test Championship Final 2023)। ওড়িশার মর্মান্তিক দুর্ঘটনার কবলে যাঁরা পড়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাতে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি-সহ (Virat Kohli) পুরো টিম ইন্ডিয়া (Team India) কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল। তবে শুধু  ভারতীয় দল নয়, মর্মান্তিক দুর্ঘটনার কবলে পরা মানুষদের পাশে দাঁড়াতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া দলও (Australia)। 

ওড়িশার মর্মান্তিক দুর্ঘটনা যখন ঘটে, রোহিতরা তখন বিলেতেই। ক্রিকেট সাধনায় মগ্ন। দেশের মাটিতে এই ভয়াবহ বিপর্যয়ের খবর ভারতীয় শিবিরে পৌঁছানোর পর ব্যস্ততার মাঝেও হয়তো মন খারাপ হয়েছিল রোহিতদের। শোকপ্রকাশ করেছিলেন বিরাটরা। এবার খেলার মাঠেও দুর্ঘটনাগ্রস্তদের প্রতি সহমর্মিতা দেখাবে ভারতীয় দল।

আরও পড়ুন: Wrestlers Protest: ব্রিজভূষণের গ্রেফতারি ছাড়া কেন্দ্রকে আর কোন কোন শর্ত দিলেন ভিনেশ-সাক্ষীরা? জানতে পড়ুন

আরও পড়ুন: Virat Kohli, WTC Final 2023: ‘বিরাট’ কীর্তির অপেক্ষায় ‘কিং কোহলি’, স্যর ডন ব্র্যাডম্যানকে ছুঁতে পারবেন মহাতারকা?

ওভালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবং প্রথম একাদশে চার জোরে বোলার নিয়ে নামল ভারতীয় শিবির।  অর্থাৎ রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রেখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দল গড়লেন রোহিত। উইকেটকিপার হিসাবেও ঈশান কিশানকে বাইরে রেখে কোনা ভরতকে দলে নেওয়া হয়েছে। 

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ। 

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)