Trains accident after Odisha mishap: করমণ্ডলের বিপর্যয়ের পর থেকে ফাঁড়া যেন কাটছেই না, কতবার বিপদের মুখে পড়ল ট্রেন?

রেলের ফাঁড়া যেন কাটছে না। গত শুক্রবার ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক ট্রেন হোঁচট খেয়েছে। সেই তালিকায় বুধবার যুক্ত হল ১২৩৩৯ আপ হাওড়া-ধানবাদ কোল্ডফিল্ড এক্সপ্রেস। হাওড়া স্টেশন ছাড়ার পরই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সালকিয়ার বামনগাছি সেতুর কাছে থমকে যায় (হাওড়া-বর্ধমান কর্ড লাইনে)। আচমকা ঝাঁকুনি হওয়ায় যাত্রীদের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে বড়সড় কোনও বিপদ হয়নি। ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। ছিড়ে যায় ওভারহেড তারও। মেরামতির পর সন্ধ্যা সাতটায় ধানবাদের উদ্দেশে রওনা দেয় আপ কোল্ডফিল্ড এক্সপ্রেস। 

ওড়িশার দুর্ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তে হোঁচট ট্রেনের

১) গত শুক্রবার (ইংরেজি মতে শনিবার) রাত একটা নাগাদ তামিলনাড়ুর ত্রিচির কাছে থমকে গিয়েছিল কন্যাকুমারী-চেন্নাই এগমোর এক্সপ্রেস। রেললাইনের উপর দুটি টায়ার রাখা ছিল। তবে বড় বিপদ হয়নি। দূর থেকে লাইনের উপর কালো বস্তু দেখে ট্রেনের বেগ কমিয়ে দিয়েছিলেন লোকো পাইলট। ফলে আস্তে ধাক্কা মেরেছিল টায়ারে। তার জেরে ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিছুক্ষণ থমকে থাকার পর ফের ট্রেন চলতে শুরু করেছিল।

২) সোমবার ওড়িশায় একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। তবে ভারতীয় রেলের লাইনে সেই দুর্ঘটনা ঘটেনি। বরং একটি সিমেন্ট সংস্থার প্রাইভেট লাইনে সেই দুর্ঘটনা ঘটেছিল। তাতে কোনও হতাহতের খবর মেলেনি।

৩) মঙ্গলবার বিকেলে বড়সড় বিপদ থেকে রক্ষা পায় নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস। রেল সূত্রে খবর, রাজধানী এক্সপ্রেস যখন আদ্রা ডিভিশনের ভোজুডি স্টেশনের কাছে একটি রেলগেট পার হচ্ছিল, তখন লাইনের উপর একটি ট্র্যাক্টর ছিল। যেটি বিকল হয়ে গিয়েছিল। তবে বরাতজোরে কোনও সংঘর্ষ ঘটেনি।

৪) অসমের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার কামাখ্যায় জেলার বোকোয় একটি মালগাড়ির ১৬ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। যে মালগাড়িতে মোট ৬০ টি বগি ছিল বলে খবর মিলেছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি।

আরও পড়ুন: ‘এবার কি বাথরুমেও ঢুকবে?’, পুরনিয়োগ দুর্নীতিতে CBI অভিযানে চটলেন মমতা

৫) মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের জব্বলপুরে মালগাড়ির দুটি এলপিজি রেক লাইনচ্যুত হয়ে যায়।

ওড়িশায় কী ঘটেছিল?

গত শুক্রবার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আকরিক লোহা বোঝাই মালগাড়িকে ধাক্কা মেরেছিল আপ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। যে ট্রেন ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বেগে ছুটে যাচ্ছিল। মালগাড়ি আকরিক লোহা এবং করমণ্ডলের প্রবল গতির জেরে দুর্ঘটনার অভিঘাত ভয়াবহ হয়েছিল। লাইনচ্যুত হয়ে যায় চেন্নাইগামী করমণ্ডলের এক্সপ্রেসের ২১ টি কোচ। কয়েকটি ছিটকে গিয়ে অন্য লাইনে পড়েছিল।

আরও পড়ুন: Train accident in Odisha: ফের ট্রেন দুর্ঘটনা ওড়িশায়! এবার মালগাড়ির চাকায় পিষে মৃত্যু ৪ শ্রমিকের

ওই লাইনে ততক্ষণে চলে এসেছিল ডাউন SMVT বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেসের কোচে ধাক্কা মেরেছিল সেই ট্রেন। কয়েকটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। তার জেরে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। দুমড়ে-মুচড়ে গিয়েছিল একাধিক কোচ। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে প্রায় ৩০০ জন মানুষের মৃত্যু হয়। আহত হন ১,১০০-র বেশি মানুষ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)