WTC Final: Rohit Sharma, Pat Cummins To Reach Milestone In WTC Final, 50th Test Match For Both Captains

ওভাল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (World Test Championship Final 2023) খেলতে নেমেই নজির গড়লেন ২ দলের ২ অধিনায়ক। ওভালে এই টেস্ট ম্যাচই ২ অধিনায়কের ৫০ তম টেস্ট। ৪৯টি ম্যাচ খেলে রোহিত এখনও পর্যন্ত টেস্টে ৩৩৪৯ রান করেছেন। গড় ৪৫.৬৬। ঝুলিতে মোট ৯টি সেঞ্চুরি ও ১৪টি অর্ধশতরান রয়েছে। ভারতের মাটিতে এখনও পর্যন্ত টেস্টে ২০০২ রান করেছেন ৬৬.৭৩ গড়ে। এখানও আটটি সেঞ্চুরি ও ৬টি অর্ধশতরান হাঁকিয়েছেন হিটম্যান। 

ইংল্যান্ডের মাটিতেও রোহিতের পারফরম্যান্স ঈর্ষনীয়। এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৪৬৬ রান করেছেন তিনি। ৪২.৩৬ গড়ে ব্যাটিং করেছেন তিনি। একটি সেঞ্চুরি ও ২টো অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। সর্বোচ্চ ১২৭ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও রোহিতের রেকর্ড বেশ ভাল। ১১টি টেস্টে ৬৫০ রান করেছেন হিটম্যান। একটি শতরান ও তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন। 

অন্য়দিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এখনও পর্যন্ত ২১৭ উইকেট নিয়েছেন তিনি। একবার ম্য়াচে ১০ উইকেট ঝুলিতে পুরেছেন। আটবার ম্য়াচে পাঁচ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ৯২৪ রান করেছেন। ভারতের বিরুদ্ধে ১২ টেস্টে ৪৬ উইকেট নিয়েছেন কামিন্স। সেরা বোলিং ফিগার ২৭/৬। ইংল্যান্ডের মাটিতে  ৫ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ২ উইকেট হারিয়ে বোর্ডে ৭৩ রান তুলল অস্ট্রেলিয়া। বল হাতে উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। শূন্য রানে ফিরলেন উসমান খাওয়াজা। অন্যদিকে ক্রিজে সেট হয়েও ৪৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ওয়ার্নার। 

ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। অজি ওপেনার জুটি উসমান খাওয়াজা ও ডেভিড ওয়ার্নার নেমেছিলেন ইনিংসের গোড়াপত্তন করতে। বাঁহাতি অজি ওপেনার খাওয়াজা গোটা টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ব্য়াটিং করেছিলেন। কিন্তু এদিন সিরাজের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন খাতা খোলার আগেই। বোর্ডে ২ রান তুলতেই অস্ট্রেলিয়া তাদের প্রথম উইকেট হারায়। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান খাওয়াজা। এরপর লাবুশেনকে নিয়ে ওয়ার্নার দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। 

ওয়ার্নারের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল নিজের জায়গা দলে পাকা করার জন্য। এদিন শুরুটাও দুর্দান্ত করেছিলেন। উমেশ যাদবকে এক ওভারে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। অর্ধশতরানের থেকে সাত রান দূরে থেমে যান অভিজ্ঞ অজি ওপেনার। ৪৩ রান করে ফেরেন ওয়ার্নার। শার্দুল ঠাকুরের লেগ স্ট্যাম্পের বাইরে বল ওয়াইড লেংথে বল পুল মারতে গিয়ে খোঁচা লাগিয়ে দেন। উইকেট কিপার ভরত তাঁর ডানদিকে ঝাঁপ দিয়ে ক্যাচ লুফে নেন।