এক দফাতে পঞ্চায়েত নির্বাচন চায় রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টে যাবে বিজেপি

আগামী জুলাই মাসের গোড়ায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন চায় রাজ্য সরকার। রাজ্যজুড়ে এক দফাতেই পঞ্চায়েত নির্বাচন হোক চায় রাজ্য সরকার। আজ, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন বলে সূত্রের খবর। তখনই জানা যাবে ক’‌দফায় হবে পঞ্চায়েত নির্বাচন। এই এক দফায় পঞ্চায়েত নির্বাচন করার বিরোধী বিজেপি। তাই তারা কলকাতা হাইকোর্টে মামলা করবে বলে খবর।

এদিকে পঞ্চায়েত নির্বাচন কবে হবে?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন হতে পারে। আবার তারিখ পরিবর্তনও হতে পারে। তবে সবটাই জানা যাবে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করার পর। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ৮ জুলাই একদফাতেই পঞ্চায়েত নির্বাচন সারতে চাইছে রাজ্য সরকার। নির্বাচন হবে রাজ্য পুলিশের উপস্থিতিতেই। এটারই প্রতিবাদে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে বঙ্গ–বিজেপি বলে সূত্রের খবর।

অন্যদিকে বুধবার রাজ্যের নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেন রাজীব সিনহা। দায়িত্ব নিয়েই দফতরের অফিসারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়েও আলোচনা হয়। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন রাজ্য নির্বাচন কমিশনার। সেখানেই পঞ্চায়েত নির্বাচনের দিন নির্ধারণ এবং ক’দফায় পঞ্চায়েত নির্বাচন হবে সেটাও আলোচনায় উঠে আসে বলে সূত্রের খবর। আর বিজেপি চায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে একাধিক দফায় নির্বাচন। তাই মামলার পথে যাচ্ছেন তাঁরা।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ আজ, বৃস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তাঁকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়। তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌রাজীব সিনহা ইলেকশন কমিশনার হয়েছেন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমি কিছু বলতে পারি না। রাজ্য পঞ্চায়েত নির্বাচন কবে হবে? সেটা বলবে রাজ্য নির্বাচন কমিশন।’‌ আর রাজীব সিনহা গতকাল দায়িত্ব নিয়েই সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘‌রাজীব সিনহাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তার জবাবে বলেন, ‘সরকার সব জানে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে কমিশন একটি তারিখ ঘোষণা করে। তাই পঞ্চায়েত নির্বাচন কবে হবে সেটা সরকারই বলতে পারবে। আমাদের কাজ হল নিয়ম মেনে নির্বাচন করা।’‌