এরপর কী হাজার টাকার নোট আসবে? যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন RBI গভর্নর

দুই হাজার টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা। আর তার পর থেকেই বাজারে, ট্রেনে-বাসে একটি উড়ো খবর শোনা যাচ্ছে। অনেকেই বলে বেড়াচ্ছেন, ‘এবার ৫০০ টাকার নোটও বন্ধ করে দেবে।’ শুধু তাই নয়। অনেকে এটাও বলছেন যে, ‘আবার ১,০০০ টাকার নোট ফিরবে। নয়তো চলবে কীভাবে?’

সোশ্যাল মিডিয়াতেও এমন ভুয়ো খবর, পোস্ট ছড়াচ্ছেন অনেকে। না জেনে সেটি শেয়ার, ফরোয়ার্ড হচ্ছে। আরও পড়ুন: বাজারে কত টাকার নোট সবচেয়ে বেশি জাল হয়? জানলে অবাক হবেন

কিন্তু এই খবর কি আদৌ সত্যি?

একেবারেই না। খোদ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছেও এই ভুয়ো খবর পৌঁছে গিয়েছে। RBI গভর্নর নিজেই স্পষ্ট জানিয়েছেন, ‘এখন ৫০০ টাকার ব্যাঙ্ক নোট অপসারণ বা ১,০০০ টাকার নোট পুনরায় চালু করার কোনও ইচ্ছা নেই। এটি পুরোটাই জল্পনা।

বৃহস্পতিবার পোস্ট মনিটারি পলিসি ব্রিফিংয়েই এই বিভ্রান্তি দূর করে দেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, আরবিআই গভর্নর জানান ১.৮০ লক্ষ কোটি টাকা মূল্যের ২,০০০ টাকার নোট ইতিমধ্যেই ফিরে এসেছে। এটি বাজারে থাকা মোট নোটের ৫০% ।

গভর্নর শক্তিকান্ত দাস এদিন জনসাধারণের উদ্দেশ্যে একটি বার্তাও দেন। তিনি অনুরোধ করেন, সকলে মিলে যেন শেষ মুহূর্তে নোট জমা দেওয়ার জন্য তাড়াহুড়ো না করেন। ‘আমি জনসাধারণকে তাঁদের সুবিধা মতো ২,০০০ টাকার নোট জমা বা বিনিময় করতে ব্যাঙ্কের শাখায় যেতে অনুরোধ জানাই। তাড়াহুড়া করার কিছু নেই। সেপ্টেম্বরের শেষ ১০-১৫ দিনে দয়া করে তাড়াহুড়ো করবেন না।’

আগামী ৩০ সেপ্টেম্বরের জনসাধারণকে ব্যাঙ্কে গিয়ে ২,০০০ টাকার নোট বদলে ৫০০ টাকার নোট নিতে বলা হয়েছে। অথবা তাঁরা চাইলে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করে দিতে পারেন।

লক্ষ্যণীয় বিষয়টি হল, একটি ভারতীয় কাগজী নোটের আয়ু ৪-৫ বছর। নিয়মিত হাতবদল, আর্দ্রতা ইত্যাদি থেকে নোট খারাপ হতে থাকে।

এখন যা অবস্থা, তাতে ২,০০০ টাকার নোট খুব বেশি মানুষ নিয়মিত লেনদেনে ব্যবহারও করেন না। হিসাব বলছে, বাজারে প্রতি ১০০টি নোটের মধ্যে মাত্র ১০-১১টি ২,০০০ টাকার নোট। আরও পড়ুন: ২০০০ টাকার নোটের এক্সচেঞ্জের থেকে ডিপোজিটকে বেছে নিয়েছেন ৮০ শতাংশ, বলছে রিপোর্ট, পড়তে পারে কোন প্রভাব?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup