সরকারি ওষুধের দোকানে খামের ওপর স্থানীয় ভাষায় লিখে দিতে হবে কখন কী পথ্য খেতে হবে

ওষুধ খাওয়ার নিয়মে ভুল করার সমস্যা অনেকেই করে থাকেন। হাসপাতাল থেকে রোগীকে যে নিয়মে ওষুধ না খেয়ে ভুল করে ওষুধ খেয়ে ফেলেন। যার ফলে সমস্যা দেখা দেয়। এই সমস্যা এড়াতে পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। কখন, কোন ওষুধ, কতবার খেতে হবে তা এবার লিখে দিতে হবে খামের উপরে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্যে সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, জেলা, মহাকুমা, ব্লক হাসপাতাল থেকে শুরু করে সুস্বাস্থ্য কেন্দ্রে এই নিয়মে এবার থেকে রোগীদের ওষুধ দিতে হবে বলে স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, রোগীদের সুরক্ষা, সঠিক চিকিৎসা, রোগ প্রতিরোধের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাঁরা বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সব রোগীর ক্ষেত্রে এই নিয়মে ওষুধ দিতে হবে । স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, সরকারি হাসপাতালে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা পরিষেবা নিয়ে থাকেন। তড়িঘড়ি ওষুধ দেওয়ার কারণে অনেক রোগী ওষুধ খাওয়ার নিয়ম ঠিকমতো বুঝতে পারেন না। বিজ্ঞতিতে বলা হয়েছে, হাসপাতালের দোকানের ফার্মাসিস্টদের স্থানীয় ভাষায় ওষুধের নাম, ডোজ এবং সময় স্ট্যাম্পযুক্ত ফর্ম্যাটে লিখতে হবে, যাতে হাসপাতালের নামও থাকবে। এরফলে উপযুক্ত ওষুধ ব্যবহার করতে পারবেন রোগীরা।

সাধারণত সরকারি হাসপাতালে রোগীদের যে সমস্ত ওষুধ দেওয়া হয় তাতে খামের উপরে এভাবে ওষুধের পরিমাণ বা কখন খেতে হবে তা লেখা থাকে না। প্রতিদিন বহু রোগী আসছেন বহির্বিভাগে। কিন্তু, অনেক রোগী কীভাবে বা কোন নিয়মে ওষুধ খেতে হবে তা ঠিকমতো বুঝতে পারেন না। স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, ওষুধ খাওয়ার নিয়ম খামের উপর লিখতে হবে আঞ্চলিক ভাষাতে, যাতে সহজেই মানুষের কাছে তা বোধগম্য হয় সেভাবেই লিখতে হবে বলে জানানো হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup