Darjeeling Hills University: নামেই দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়, স্থায়ী ক্যাম্পাস নেই, অফলাইন চালু হল না এখনও

দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়। নড়বড়ে পরিকাঠামোর জেরে মারাত্মক সমস্যায় এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।এদিকে দার্জিলিংয়ের যোগীখোলার কাছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির জন্য জায়গা চিহ্নিত করা হয়েছিল। সেই মতো সীমানা প্রাচীর দেওয়ার কাজ খালি হয়েছে। তারপর আর কাজ বিশেষ এগোয়নি। এদিকে সব থেকে বড় কথা এই বিশ্ববিদ্যালয়ে অফলাইন পড়াশোনাও এখনও বিশেষ শুরু হয়নি। 

২০২১ সাল থেকেই এই বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল। করোনা অতিমারির জেরে অনলাইনে পড়াশোনা শুরু হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ে। মূলত পাঁচটি বিষয়ে এখানে পড়াশোনা শুরু হয়েছিল। তারপর সেই অবস্থা চলছে এখনও। কার্শিয়াংয়ের ডাউহিলে প্রেসিডেন্সি কলেজের ভবনে অস্থায়ীভাবে এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শুরু করার ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছল। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছু হয়নি। এসবের মধ্য়েই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের মেয়াদও প্রায় ফুরিয়ে যেতে বসেছে। 

প্রসঙ্গত গত ২৪ মার্চ দার্জিলিংয়ের হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব নিয়েছিলেন প্রেম পোদ্দার। কিন্তু তাঁর তিন মাসের মেয়াদ ফুরোতে আর বেশিদিন নেই। তবে পরিকাঠামোগত যে সমস্যা ছিল সেটা সেই তিমিরেই থেকে গিয়েছে। এদিকে অস্থায়ী উপাচার্য বিভিন্ন মহলে এনিয়ে দরবার করেছেন। কিন্তু এখনও পর্যন্ত পরিকাঠামোগত উন্নতি সেভাবে কিছু হয়নি। 

এদিকে উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও অস্থায়ী উপাচার্য দেখা করতে পারেন বলে সূত্রের খবর। কলকাতায় গিয়ে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের ব্যাাপারে তিনি প্রস্তাব দিতে পারেন বলে খবর। কিন্তু অফলাইনে ক্লাস করানোর ক্ষেত্রে জটিলতাটা ঠিক কোন জায়গায়? 

সূত্রের খবর, মংপুর আইটিআই কলেজে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস তৈরির চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেখানেও নানা সমস্যায় জর্জরিত। তার জেরে সমস্যা থেকেই গিয়েছে। সেখানে শিক্ষকদের থাকার মতো কোনও ব্যবস্থা বিশেষ নেই। আবার পড়ুয়াদেরও থাকার মতো পরিস্থিতিও সেখানে নেই। সেক্ষেত্রে সেই ক্য়াম্পাসেও অফলাইনে পড়াশোনা বিশেষ হয়নি। বর্তমানে অনলাইনেই পড়াশোনা চলছে। শতাধিক পড়ুয়াকে নিয়ে এই বিশ্ববিদ্যালয় চালু হয়েছিল। কিন্তু এতদিন পরেও এই বিশ্ববিদ্যালয় এতদিন পর্যন্ত কোনও স্থায়ী ঠিকানা পায়নি।