Fixed Deposit: কোন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের সুদের হার সবচেয়ে বেশি, রইল সম্পূর্ণ তালিকা

ফিক্সড ডিপোজিট (FDs) এখনও ভারতের অন্যতম জনপ্রিয় বিনিয়োগ অপশনের স্থান ধরে রেখেছে। যতই শেয়ার, মিউচুয়াল ফান্ড আসুক না কেন, FD-তে সকলের ভরসা অটুট। নিশ্চিত রিটার্নই এর মূল কারণ। আর সেই কারণেই স্থায়ী আমানতে সঞ্চয় বিনিয়োগ করা পছন্দ করেন অধিকাংশ ব্যক্তি। ভারতে বিনিয়োগের ক্ষেত্রে তাই এখনও স্থায়ী আমানতের প্রাসঙ্গিকতা নিয়ে কোনও সন্দেহ নেই। আরও পড়ুন: FD-তে ভালো সুদ পেয়ে খুশি? কতটা ট্যাক্স কাটবে জানেন তো

স্থায়ী আমানতের সুবিধা:

নিরাপত্তা: স্থায়ী আমানতে শেয়ার বাজারের মতো টাকা কমার কোনও সম্ভাবনা নেই। বিশেষত আর্থিক বিষয়ে জ্ঞান কম, এমন ব্যক্তিদের জন্য এটি একটি নিরাপদ বিনিয়োগের পথ হতে পারে।

নিশ্চিত রিটার্ন: স্থায়ী আমানতে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য পূর্বনির্ধারিত সুদের হার দেওয়া হয়। বিনিয়োগকারীদের নিশ্চিত রিটার্ন মেলে ফিক্সড ডিপোজিটে।

বিভিন্ন মেয়াদের অপশন: স্থায়ী আমানতের মেয়াদের বিভিন্ন অপশন রয়েছে। এতে বিনিয়োগকারীরা নিজেদের আর্থিক লক্ষ্য অনুযায়ী উপযুক্ত সময় বেছে নিতে পারেন। স্বল্পমেয়াদী আমানত করলে দ্রুত, অল্প সময়ের মধ্যেই হাতে টাকা ফেরত এসে যায়। আবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলে উচ্চ সুদের হারও পাওয়া যাবে।

বোঝাও সহজ: স্থায়ী আমানত ভারতের সকল ব্যক্তির পক্ষে বোঝা সহজ। অভিজ্ঞ এবং নবীন বিনিয়োগকারী, উভয়ের কাছেই তাই এটি আকর্ষণীয়। FD অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াও সহজবোধ্য। খুব বেশি কাগজপত্রও লাগে না।

স্থায়ী আমানতের অসুবিধা:

ফিক্সড রিটার্ন: ফিক্সড ডিপোজিটের নিশ্চিত রিটার্ন এর সুবিধা, আবার অসুবিধাও বটে। টাকা সীমিত হারেই বৃদ্ধি পাবে। FD-তে সুদের হার মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ে না।

লিকুইডিটির অভাব: অন্যান্য বিনিয়োগ অপশনের বদলে, স্থায়ী আমানতে সাধারণত একটি লক-ইন পিরিয়ড থাকে। মেয়াদ শেষের আগে টাকা তুলে নিলে জরিমানা হতে পারে। এতে সামগ্রিক আয়ের উপরেও প্রভাব পড়তে পারে।

কর: স্থায়ী আমানত থেকে প্রাপ্ত সুদ বিনিয়োগকারীর আয়কর স্ল্যাব অনুযায়ী করযোগ্য। এতে সামগ্রিক রিটার্ন কমতে পারে। বিশেষ করে উচ্চ কর ব্র্যাকেটে থাকা ব্যক্তিদের আয় হ্রাস পেতে পারে।

বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের বর্তমান হার:

এখানে দেশের ব্যাঙ্কগুলির একটি তালিকা দেওয়া হল। এগুলি থেকে বিভিন্ন মেয়াদে ১ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার জানতে পারবেন। মনে রাখবেন, ফিক্সড ডিপোজিটে সুদের হার পরে পরিবর্তিত হতে পারে। তাই প্রতিবেদনের তারিখ অবশ্যই দেখে নিন। 

ছবি: মিন্ট

(Mint)

আরও পড়ুন: FD Rate: অঘটন! হঠাত্‍ই সুদের হার হ্রাস করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, এবার কী সবাই কমিয়ে দেবে?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup