Jayeeta Gupta: ‘ডাচ নোবেল’-এ ভূষিত হলেন ভারতীয় বংশোদ্ভুত জয়িতা, কেন পেলেন এই বিরল সম্মান

ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী জয়িতা গুপ্তাকে পুরষ্কৃত করা হল স্পিনোৎজা পুরষ্কারে। ডাচদের মধ্যে বিজ্ঞানের সর্বোচ্চ পুরষ্কার হিসেবে বিবেচনা করা হয় এই স্পিনোৎজা পুরষ্কারকে। কখনও কখনও একে ‘ডাচ নোবেল পুরস্কার’ হিসাবেও উল্লেখ করা হয়। বিজ্ঞানী জয়িতার কৃতিত্ব নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয় আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের তরফ। ওই বিবৃতিতে বলা হয়, তাঁকে তাঁর অসামান্য, অগ্রগামী এবং অনুপ্রেরণামূলক বৈজ্ঞানিক কাজের জন্য পুরস্কৃত করা হয়েছে। তাঁর এই কাজে তিনি ন্যায্য এবং পরিবেশবান্ধব বিশ্বের দিকে মনোনিবেশ করেছেন। আগামী দিনে আরও বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যাওয়ার জন্য পুরষ্কারের অর্থমূল্য বাবদ ১.৫ মিলিয়ন ইউরো পাবেন জয়িতা। তাঁর হাতে পুরষ্কার তুলে দেওয়ার আনুষ্ঠানিক আয়োজন হবে ৪ অক্টোবর। বিবৃতিতে আরও বলা হয়, তাঁর এই গবেষণা আগামী বিশ্বের জন্য বড় সম্পদ হয়ে থাকবে।

আরও পড়ুন: ছোটদেরও ব্রেন টিউমার হওয়ার আশঙ্কা রয়েছে, কোন কোন লক্ষণ দেখে সতর্ক হবেন

আরও পড়ুন: সঙ্গী নেই, তবু ১ ডজন ডিম পাড়ল স্ত্রী কুমির, কোন‌ ভেলকিতে ঘটল এমন

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল সাউথের পরিবেশ ও উন্নয়ন বিভাগের অধ্যাপক জয়িতা গুপ্ত আর্থ কমিশনের সহ-সভাপতি পদেও রয়েছেন। বিবৃতি অনুসারে, ২০১৪ সালে তাঁর এক উদ্বোধনী বক্তৃতায় বিশ্বব্যাপী ‘ইকো-স্পেস'(এনভায়রনমেন্টাল ইউটিলাইজেশন স্পেস)-এর ধারণা উপস্থাপন করেছিলেন জয়িতা। সেই প্রস্তাব বাস্তবায়নের জন্য তিনি এই পুরস্কারের অর্থ ব্যবহার করার পরিকল্পনা করবেন ঠিক করেছেন। তাঁর প্রস্তাবিত বিশেষ ধারণা বাস্তবে রূপায়ন করতে একটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠান জরুরি। বিশ্বব্যাপী পরিবেশবান্ধব সেই প্রতিষ্ঠান নির্মাণেই পুরষ্কারের অর্থ ব্যয় করবেন জয়িতা। 

জয়িতার পরিকল্পিত এই বিশেষ প্রতিষ্ঠান মূলত এক সাংবিধানিক মডেল। ওই সাংবিধানিক কাঠামো মেনেই বিশ্ব জুড়ে পরিবেশ সংক্রান্ত পরিকল্পনাগুলি রূপায়িত করার পরিকল্পনা করেছেন জয়িতা। বিশ্ব জুড়ে পরিবেশ রক্ষার জন্য নানা আন্তর্জাতিক আইন প্রচলিত রয়েছে। কিন্তু দেশীয় ও আঞ্চলিক স্তরে সেই নিয়ম আদৌ কতটা মানা হয়, সেই নিয়ে রয়েছে ধন্দ। পরিবেশ দূষণের কারণে বড় সড় কর নির্ধারিত থাকলেও অবস্থা তথৈবচ। জয়িতার প্রস্তাবিত প্রতিষ্ঠান সেই সমস্যা দূর করবে বলেই আশা। প্রসঙ্গত জয়িতা অর্থনীতি নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এরপর গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও হার্ভার্ড ল স্কুল থেকে আন্তর্জাতিক আইন নিয়ে পড়াশোনা। এরপর ফিউচার আর্থের প্রতিষ্ঠিত আর্থ কমিশনের সহ চেয়ারম্যান হন জয়িতা গুপ্ত। ‘ডাচ নোবেল পুরস্কার’‌ প্রাপ্তির মাধ্যমে নয়া পালক জুড়ল তাঁর মুকুটে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup