Odisha train accident: এক খাতের টাকা অন্য খাতে ব্যবহারের অভিযোগ, রাজ্যকে সতর্ক করে চিঠি শ্রম মন্ত্রকের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইটের পরদিনই শ্রমমন্ত্রকের চিঠি পৌঁছল রাজ্যের কাছে। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা ব্যবহার করছে রাজ্য সরকার। এই অভিযোগ জানিয়ে টুইট করেছিলেন বিরোধী দলনেতা। চিঠিতে সুপ্রিম কোর্টের রায় মনে করিয়ে দিয়েছে শ্রমমন্ত্রক। বলা হয়েছে, এই ভাবে এক খাতের টাকা অন্য কাজে ব্যবহার করতে পারে না রাজ্য সরকার।

দুর্ঘটনার পরপরই বালেশ্বরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এমনকি এই ঘটনার পর যারা মানসিক ট্রমায় ভুগছেন তাঁদের ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়। বুধবার নজরুল মঞ্চ থেকে এই আর্থিক সাহায্য ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। 

কী লিখেছিলেন শুভেন্দু অধিকারী

বিরোধী দলনেতা তাঁর টুইটে এক খাতের টাকা অন্য খাতে দেওয়া অভিযোগ তুলেছিলেন। তিনি লেখেন, ‘‘বগটুই ঘটনার পর মিড–ডে মিলের তহবিল থেকে ক্ষতিপূরণের টাকা মিটিয়েছিল রাজ্য সরকার। বারবার কেন নির্দিষ্ট তহবিলের টাকা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে?‌ কেন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে না?’ টুইটের সঙ্গে বেশ কিছু নথিও তিনি যুক্ত করে দেন। (বিস্তারিত পড়ুন। ‘‌কেন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে না?’‌ বিস্ফোরক প্রশ্ন শুভেন্দুর )

পাল্টা জবাব কুণালের

এর জবাবে কুণাল লেখেন, মৃত্যু নিয়ে ‘নির্লজ্জ’ রাজনীতি করছেন বিরোধী দলনেতা। কুণাল তাঁর টুইটে লিখেছেন,’সব উপায়ে আপনি আপনার প্রভুদের পাশে দাঁড়ান। যাঁরা শোক করছেন তাঁদের পাশে নয়। এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার হল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা। রাজ্য সরকার ইতিমধ্যেই স্পষ্ট করেছেন অর্থ বিভাগ নির্দিষ্ট সময় নির্মাণ শ্রমিক কল্যাণ বোর্ডের তহবিল ফেরত দেবে।’ কুণাল বলেন, শুধু পশ্চিমবঙ্গ সরকার নয়, অন্য রাজ্যও এই ভাবে প্রয়োজনের ভিত্তিতে টাকা ব্যবহার করে থাকে। পরে সেই টাকা অ‌্যাডজাস্ট’ করে দেয়।  (বিস্তারিত পড়ুন। আর্থিক সাহায্য নিয়ে প্রশ্ন তুলে মৃত্যু নিয়ে রাজনীতি করছেন, শুভেন্দুকে কুণাল)

পদক্ষেপকে স্বাগত বিরোধী দলনেতার

শ্রম মন্ত্রকের চিঠি পাঠানোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চিঠিটি দিয়ে টুইট করে লিখেছেন, ‘শ্রম মন্ত্রকের পদক্ষেপকে স্বাগত। এক খাতের টাকা অন্যখাতে ব্যবহার করার জন্য কড়া পদক্ষেপ করবে মন্ত্রক।’