Secret tunnel near Siri Fort: মাটি খুঁড়তেই বেরিয়ে এল প্রাচীন সুরঙ্গ! ভারতের কোন ইতিহাস লুকিয়ে ছিল এখানে

কোনও পরিকল্পনা ছিল না। আচমকাই মাটি খুঁড়তে গিয়ে আবিষ্কার হল একটি সুরঙ্গ। আর এটি ভারতের ইতিহাসের নতুন কিছু কথা বলতে পারে বলে মনে করছেন পুরাতাত্ত্বিকরা। ঘটনাটি ঘটেছে দিল্লির সিরি দুর্গের কাছে। 

এই এলাকায় রয়েছে সিরি দুর্গের চিলড্রেনস মিউজিয়ামটি রয়েছে। আর তার কারণেই এখানে মাঝে মাঝে খনেনর দরকার হয়। মিউজিয়ামের কাজের জন্য এর আগেও এখানে মাটি খোঁড়া হয়েছে। আর তা থেকে উঠে এসেছে নানা মাটির বাসনপত্র। কিন্তু এভার পুরাতাত্ত্বিকরা যা পেলেন, তা পুরো তাক লাগিয়ে দেওয়ার মতো।

(আরও পড়ুন: মশার কামড় খাওয়ার দিন শেষ, যুগান্তকারী আবিষ্কার ইজরায়েলে)

এর মধ্যে এই এলাকায় কাজের জ্য মাটি খুঁড়ে গিয়ে পুরাতাত্ত্বিকরা হঠাৎ খুঁজে পান একটি সুরঙ্গ। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, এটি বুঝি এমনি কোনও গর্ত। কিন্তু তার পরে বিশেষজ্ঞরা বুঝতে পারেন, এটি মানুষের তৈরি একটি সুরঙ্গই। সঙ্গে সঙ্গেই হইচই শুরু হয়ে যায়। অনেকেই আগ্রহী হয়ে পড়েন এর ইতিহাস জানতে। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই এলাকায় আলাউদ্দিন খিলজির সময়কার দুর্গ এবং অন্যান্য বাড়ি ঘর ছিল। ফলে আন্দাজ করা যেতে পারে, এটি সেই সময়ে বানানো কোনও সুরঙ্গই। আর তা যদি হয়, তাহলে এই সুরঙ্গ পথের অন্য প্রান্তে পৌঁছোনোর রাস্তা ইতিহাসের কোনও রাস্তায় এই সময়কার মানুষকে নিয়ে যাবে, তা জানার জন্য সকলেই অপেক্ষা করছেন। 

(আরও পড়ুন: রক্তে মিশে মারাত্মক রোগ বাঁধায়! কলকাতার বাতাসে এমন কণা হু হু করে বাড়ছে)

ইতিমধ্যেই বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সুরঙ্গপথের আবিষ্কার এবং এটিকে সংরক্ষণ করার পদ্ধতিটি সিরি দুর্গে আসা শিশুদের যাতে দেখানো যায়, তার উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এর পরে কী? কবে এই সুরঙ্গ পথ ধরে খনন আরও এগোনো হবে?

(আরও পড়ুন: টিবি রোগের প্রথম টিকা আনতে চায় ভারত বায়োটেক, কেন্দ্রের তরফে কী জানানো হল)

বর্তমান কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত পুরোটাই উপরতলার হাতে। তাঁদের থেকে অনুমতি চাওয়া হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত এলেই শুরু হয়ে যাবে খনন কাজ। আর তখনই যাবে, এই সুরঙ্গ পথের শেষে ইতিহাসের কোন অজানা অধ্যায় অপেক্ষা করে আছে মানুষের জন্য।  

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup