Talibani blast: আফিগানিস্তানে তালিবানি নেতার শেষকৃত্যের কাছেই মসজিদে বিস্ফোরণ, ১৫জনের মৃত্যু

আফগানিস্তানের বাদাক্সান প্রদেশের প্রাক্তন ডেপুটি গভর্নরের শেষকৃত্যের স্থান থেকে কাছেই বিরাট বিস্ফোরণ। বিস্ফোরণে অন্তত ১৫জনের মৃত্যু হয়েছে। ৫০জন জখম হয়েছেন। বৃহস্পতিবারের ঘটনা। টোলো নিউজ এনিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। 

তালিবান অধ্যুষিত আফগানিস্তানে বিরাট বিস্ফোরণ। সব মিলিয়ে একেবারে ভয়াবহ পরিস্থিতি। ফৈজাবাদের একটি মসজিদে এই বিস্ফোরণ। টোলো নিউজে বাদাক্সানের জনসংযোগ ও সাংস্কৃতিক বিভাগের তালিবানি প্রধান মাজুদ্দিন আহমাদি এই খবরের সত্যতা স্বীকার করেছেন। 

এদিকে একাধিক রিপোর্ট সূত্রে খবর, ফৈজাবাদের নবাবি মসজিদ এলাকায় এই বিস্ফোরণ। তবে আহমাদি জানিয়েছেন ঠিক কতজন জখম হয়েছেন তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। 

এদিকে এই বিস্ফোরণকে ঘিরে ইতিমধ্য়েই আলোড়ন পড়ে গিয়েছে। আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই এই হামলার কড়া নিন্দা করেছেন। মসজিদে হামলার ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। 

বিস্ফোরক টুইট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, এটা সন্ত্রাসবাদের ঘটনা। এটা মানবজাতি তথা  ইসলামের উপর আক্রমণ। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। 

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আফগানিস্তানের ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদিকে মঙ্গলবার বোম মেরে খুন করা হয়েছিল। একটা গাড়িতে করে তিনি যাচ্ছিলেন। গাড়ির চালক সহ ওই ডেপুটি গভর্নরের মৃত্যু হয়েছিল। ৬ জন সব মিলিয়ে জখম হয়েছিলেন। আর তাঁর শেষকৃত্য়ের দিনই একেবারে মসজিদে বিস্ফোরণ।