WTC Final Ind Vs Aus: Steve Smith Just Two Centuries Behind Sachin Tendulkar To Score The Most Number Of Centuries In Ind Vs Aus Test

লন্ডন: ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ (Steve Smith)। নিজের ৩১তম টেস্ট সেঞ্চুরি। সেই সঙ্গে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) একটি কীর্তির আরও কাছে পৌঁছে গেলেন স্মিথ।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সচিন। দুই দেশের টেস্ট দ্বৈরথের ইতিহাসে ১১টি সেঞ্চুরি রয়েছে মাস্টার ব্লাস্টারের। তার পরই স্মিথ। ৯টি সেঞ্চুরি তাঁর। সুনীল গাওস্কর, রিকি পন্টিং ও বিরাট কোহলির ৮টি করে সেঞ্চুরি রয়েছে।

স্টিভ ওয়ের চেয়ে আর মাত্র একটি সেঞ্চুরি পিছিয়ে স্মিথ। টেস্টে ৩২ সেঞ্চুরি রয়েছে প্রবাদপ্রতিম স্টিভের। তাঁর চেয়ে একটি সেঞ্চুরি কম স্মিথের। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরই হয়তো স্টিভকে পেরিয়ে যাবেন স্মিথ।

তবে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির নজির রিকি পন্টিংয়ের। কিংবদন্তি পন্টিং টেস্টে ৪১টি সেঞ্চুরি করেছেন। তাঁর চেয়ে ১০টি শতরান কম স্মিথের।

জো রুটের একটি রেকর্ডও স্পর্শ করলেন স্মিথ। ভারতের বিরুদ্ধে টেস্টে ৯টি সেঞ্চুরি রয়েছে জো রুটের। সেটাই টেস্টে ভারতের বিরুদ্ধে কোনও একজন ব্যাটারের করা সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল। সেই একই বন্ধনীতে ঢুকে পড়লেন স্মিথ। তাঁরও ভারতের বিরুদ্ধে টেস্টে ৯টি সেঞ্চুরি হয়ে গেল। 

স্যর ডন ব্র্যাডম্যানের একটি কীর্তিরও সামনে দাঁড়িয়ে স্মিথ। ইংল্যান্ডের মাটিতে কোনও বিদেশি ব্যাটার হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে ব্র্যাডম্যানের। ১১টি সেঞ্চুরি রয়েছে তাঁর। স্মিথের ইংল্যান্ডের বিরুদ্ধে ৭টি সেঞ্চুরি হয়ে গেল। 

ওভালে স্মিথের রেকর্ড দুর্দান্ত। এই মাঠে ৬ ইনিংসে ৩টি সেঞ্চুরি রয়েছে স্মিথের। একমাত্র ডন ব্র্যাডম্যানের ইংল্যান্ডে একটি মাঠে এর চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন। হেডিংলেতে ৪টি সেঞ্চুরি রয়েছে স্যর ডনের।

 


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাভিস হেডের পর সেঞ্চুরি করলেন স্মিথও। চতুর্থ উইকেট পার্টনারশিপে ২৮৫ রান যোগ করেন স্মিথ ও হেড। তাঁদের জন্যই ৭৬/৩ থেকে ৩৬১/৪ এ পৌঁছে যায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২৬৮ বলে ১২১ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হলেন স্মিথ।                     

আরও পড়ুন: ৪৩ বছরের ট্রফির খরা কাটল, ইউরোপা কনফারেন্স লিগ জিতল ওয়েস্ট হ্যাম