‘‌ইডিকে দেওয়া তথ্য শুভেন্দু জেনে যাচ্ছে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন অভিষেক

একাবারে সরাসরি অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় একসারিতে দাঁড় করিয়ে দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। নদিয়ায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তোলেন। যখন তিনি জনসংযোগ যাত্রায় ছিলেন তখন অভিষেককে তলব করে ইডি। তৎক্ষণাৎ মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। তাঁর দাবি, ইডিকে তিনি যা তথ্য দিচ্ছেন সবটাই জানতে পারছেন শুভেন্দু অধিকারী।

এই অভিযোগ তুলতেই তোলপাড় হয়ে যায় রাজ্য–রাজনীতি। কারণ এই অভিযোগের অর্থ দাঁড়ায়, ইডি গোপনে তথ্য পাচার করে দেয় শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রীয় সরকারের সংস্থা এই কাজ করে থাকলে সেটা মারাত্মক। এমনই অভিযোগ করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। নদিয়ার সভা থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, ‘‌আমাকে গ্রেফতার করতে হবে না। ইডি–সিবিআই লাগাতে হবে না। জনসমক্ষে প্রমাণ আনুন। আর একদিকে ফাঁসির মঞ্চ তৈরি করুন। আমি যাব। যাঁরা সুবিধাভোগী তাঁরা এখন বড় বড় ভাষণ দিচ্ছেন। আমি ইডিকে কী চিঠি পাঠাচ্ছি সেটা বিজেপি নেতাদের কাছে পৌঁছে যাচ্ছে। এই নিয়ে আগামী দিনে আমি সুপ্রিম কোর্টে যাব। আমি ইডিকে ইমেল মারফত যে তথ্য দিয়েছি সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে বলছেন। এটার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করব।’‌

তবে কোন তথ্য ইডি শুভেন্দু অধিকারীকে জানিয়েছে সেটা খোলসা করে বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ এবং আগামী ১৩ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করতেই নয়াদিল্লি সফরে গেলেন নন্দীগ্রামের বিধায়ক। এই সব পরিস্থিতি যখন রাজ্য–রাজনীতিতে গুঞ্জন তৈরি করেছে তখন এমন বিস্ফোরক অভিযোগ তাতে বাড়তি মাত্রা দিয়েছে। যদিও নদিয়ার নবজোয়ার কর্মসূচি থেকে অভিষেক সাফ জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন না মিটলে তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়। ঠাসা কর্মসূচি থাকায় অপচয় করার মতো সময় তাঁর কাছে নেই।

আর কী বলেছেন অভিষেক?‌ ইডির নোটিশ পেতেই কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌আগেও এরা সিবিআইকে দিয়ে আমাকে ডাকিয়েছিল। তার নির্যাস হয়েছে শূন্য। আমি বারবার বলি সিবিআই হচ্ছে একটা ইঞ্জিন, ইডি হচ্ছে আর একটা ইঞ্জিন। এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের ডাবল ইঞ্জিন সরকারের নির্দশন বা মডেল। সিঙ্গেল ইঞ্জিন ফেল করেছে তাই আবার ইডিকে লাগিয়েছে।’‌