Arvind Kejriwal: মোদীর ডিগ্রি ইস্যুতে ফের গুজরাট হাইকোর্টের দ্বারস্থ কেজরিওয়াল, আবেদন কী নিয়ে?

ফের একবার প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রি নিয়ে সরব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার মোদীর ডিগ্রি নিয়ে গুজরাট হাইকোর্টের নির্দেশেরই ফের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে, গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এর আগে, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন , গুজরাট বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল তারা যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি তুলে ধরে আপের আহ্বায়ক কেজরিওয়ালের কাছে। যদিও সেই নির্দেশ সরিয়ে রাখে গুজরাট হাইকোর্ট। তারপর গুজরাট হাইকোর্টের নির্দেশকে ফের একবার বিবেচনার আর্জি জানিয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ কেজরিওয়াল।

একদিকে, গুজরাট বিশ্ববিদ্যালয় যখন জানিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি অনলাইনে পাওয়া যাবে, তখন দেখা গিয়েছে, সেটি অনলাইনে উপলব্ধ নয়। সেই জায়গা থেকেই প্রশ্ন তোলেন কেজরিওয়াল। কেজরিওল জানান, যে গুজরাট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নেই নরেন্দ্র মোদীর ডিগ্রি সম্পর্কীয় তথ্য। আপাতত গুজরাট হাইকোর্ট কজরিওয়ালের আবেদনের সাপেক্ষে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে। আর সেই তারিখ হল ৩০ জুন। গুজরাট হাইকোর্টে শুক্রবার অি মামলা উঠলে তার স্বল্প সময় ধরে শুনানি হয়।

এর আগে, মার্চ মাসে গুজরাট হাইকোর্টের বিচারপতি বীরেন বৈষ্ণব অনুমতি দেন গুজরাট বিশ্ববিদ্যালয়ের আবেদনকে, যেখানে সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের বিরুদ্ধে গিয়েছিল বিশ্ববিদ্যালয়। আর সেই মামলায় কেজরিওয়ালের ২৫ হাজার টাকা জরিমানা হয়।  এর আগে ২০১৬ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় ও গুজরাট বিশ্ববিদ্যালয়কে সেন্ট্রাল ইনফরমেশন কমিসনের তরফে মোদীর ডিগ্রি তুলে ধরার নির্দেশ দেওয়া হয়। এই মামলা সেই সম্পর্কিত। সেই নির্দেশকে ‘শিশুসুলভ কৌতূহল’ বলে নস্যাৎ করে দেয় গুজরাট বিশ্ববিদ্যালয়। এদিকে, বিশ্ববিদ্যালয়ের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা ফেব্রুয়ারি মাসে মামলার শুনানিতে কোর্টে বলেন, এই বিষয়ে লুকানোর কিছু নেই, কারণ এটি ‘জনতার দরবারে ইতিমধ্যেই রয়েছে।’ তারপর আসে গুজরাট হাইকোর্টে কেজরিওয়ালের মামলার বিষয়ে নির্দেশ। সেই নির্দেশ পুনরায় বিবেচনার আর্জি জানিয়েছেন কেজরিওয়াল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup