Firhad Hakim: ‘আমার গলা কাটার ইচ্ছা আছে, দেখি মোদীর কত সাহস’, চ্যালেঞ্জ ফিরহাদের

সম্প্রতি পুরসভায় নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গত বুধবার দিনভর রাজ্যের ২১টি পুরসভায় একযোগে মেগা তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ নিয়ে সিবিআইকে কটাক্ষ করলেন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু, তদন্তকারী সংস্থার এই অভিযানকে রাজনীতি বলে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। তাঁর আরও কটাক্ষ, এজেন্সি দিয়ে কেন্দ্রীয় সরকার ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। ফিরহাদ হাকিম বলেন, ‘যতদিন মোদী সরকারের বিরুদ্ধে লড়াই থাকবে ততদিন তদন্তকারী সংস্থা আসবে।’ অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে আবারও ব্যবহার করার অভিযোগ তুললেন ফিরহাদ হাকিম।

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজ্যজুড়ে নবজোয়ার কর্মসূচি চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি নদিয়ায় কর্মসূচি করছেন। বুধবার তার কর্মসূচির ঠিক আগেই রাজ্যের একাধিক জেলায় পুরসভাতে হানা দেয় সিবিআই। যার মধ্যে ছিল নদিয়ার কৃষ্ণনগর এবং শান্তিপুর পুরসভা। সামনে পঞ্চায়েত ভোট তার আগে রাজনৈতিক ফায়দা তোলার জন্যই বিজেপি সিবিআইকে দিয়ে এরকম অভিযান চালাচ্ছে বলে কটাক্ষ করেছেন তৃণমূল। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জে নবজোয়ারের সভায় সিবিআই হানা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ফিরহাদ হাকিম।

তিনি বলেন, ‘ডারনা নেহি হে। আমার গলা কাটার ইচ্ছা আছে। দেখতে চাই মোদীর হাতে কত শক্তি যে তিনি আমার গলাটা কাটতে পারেন। এই মানসিকতা নিয়েই তৃণমূলকে লড়তে হবে।’ এই বলে তিনি তৃণমূল কর্মীদের চাঙ্গা হওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘এবার আমরা সবাই মিলে এক জোট হয়ে লড়বো। একজোট হয়ে দলটাকে তুলে ধরতে হবে। পঞ্চায়েত নির্বাচনে জয় লাভ করে মুখ্যমন্ত্রীকে সেই জয় উপহার হিসেবে দিতে হবে। এখন একটাই স্লোগান, চব্বিশে মোদী হঠান, দেশ বাঁচান।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup