Fuel price: বিশ্ববাজারে তেলের দাম কমলেও স্বস্তি নেই! পেট্রোলের দাম কমার সম্ভাবনা ক্ষীণ

আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম কমছে। অনেকেই আশা করছেন, এরপর হয় তো পেট্রোল এবং ডিজেলের দাম কমবে। কিন্তু ওয়াকিবহল মহলের মতে, সেই সম্ভাবনা বেশ কম। কেন? নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিকদের মতে, বহু সময় পর রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি লাভজনক হয়ে উঠেছে। গত বছর তাদের অনেক ক্ষতি হয়েছে। সেই লোকসান পুষিয়ে নেওয়ার এই সুযোগ। সেটি সম্পন্ন হলে তবেই পেট্রোল ডিজেলের দাম সংশোধন করা হবে।  

গত বছর থেকে দৈনিক দাম সংশোধন স্থগিত রেখেছ রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)। বিশ্ব বাজারে দামে এত বেশি ওঠানামা হচ্ছিল যে আর খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে পেট্রোল ও ডিজেলের দাম সংশোধন করা হয়নি। ফলে তেলের দাম যখন খুচরো রিটেল দরের চেয়ে বেশি ছিল, তখন তাদের ক্ষতিই হয়েছিল। এবার আবার অপরিশোধিত তেলের দাম কমায়, সেটি কাজে লাগিয়ে লোকসানের টাকা তুলে নেওয়া হবে।

কেন্দ্রের কর্তারা জানিয়েছেন, এই তিনটি সংস্থা ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিক থেকে পেট্রোলে ইতিবাচক মার্জিন পেতে শুরু করেছে। তবে ডিজেলে আগের মতোই লোকসান বজায় ছিল। এদিকে জ্বালানি বিক্রির সিংহভাগই আসে ডিজেল থেকে।

গত মাসে, ডিজেলের উপরেও মুনাফা আসতে শুরু করেছে। ৫০ পয়সা প্রতি লিটার লাভ হচ্ছে। তবে এখনও আগে যে লোকসান হয়েছে, সেই টাকা তোলা যায়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ২০২২ সালের মার্চে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১৩৯ মার্কিন ডলারে পৌঁছে হয়েছিল। সেই সময় থেকে অবশ্য এখন তেলের দাম কমে ৭৫-৭৬ মার্কিন ডলারে ঘোরাফেরা করছে।

সেই সময়ে তেল সংস্থাগুলি পেট্রোলে প্রতি লিটারে ১৭.৪ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ২৭.৭ টাকা করে লোকসান হচ্ছিল। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে, তেল সংস্থাগুলি পেট্রোলে প্রতি লিটার মার্জিন বাড়তে শুরু করে। সেই সময়ে লিটার প্রতি ১০ টাকা করে মুনাফা হয়েছে। কিন্তু ডিজেলে ৬.৫ টাকা করে লোকসান হয়েছে। এর পরের ত্রৈমাসিকে, পেট্রোলের প্রতি লিটারে মার্জিন ৬.৮ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ০.৫ টাকা করে মুনাফা হচ্ছে।  

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup