Indian Womens Hocky: মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকিতে চাইনিস তাইপেইয়ের বিরুদ্ধে ১১-০ ব্যবধানে জয় ভারতের

<p><strong>কাকামিগাহারা:</strong> জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের মেয়েদের বিরাট জয়। চাইনিস তাইপেইয়ের বিরুদ্ধে ১১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় জুনিয়র মহিলা হকি দল। এই জয়ের সঙ্গে সঙ্গেই সেমিফাইনালের টিকিট পাকা করে নিল জুনিয়র ভারতীয় মহিলা হকি দল। পুল-এ তে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ভারত। সেই ম্য়াচেই এই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। গ্রুপ পর্বের তিনটি ম্য়াচেই জিতেছে ভারত। একটি ম্যাচ ড্র করেছে। অর্থাৎ অপরাজিত থেকেই সেমিতে পৌঁছে গেল ভারতের মেয়েরা।&nbsp;</p>
<p>এদিনের ম্যাচে ধারাবাহিকভাবে প্রত্যেক কোয়ার্টারে গোল করে ভারতের মেয়েরা। খেলা শুরু হওয়ার ১ মিনিটের মাথায় গোল করেন ভৈষ্ণবী ভিত্তল ফালকে। এর ২ মিনিট পর ৩ মিনিটের মাথায় গোল করেন দীপিকা। ১০ মিনিটের মাথায় গোল করেন অন্নু। রুতুজা পিসাল ১২ মিনিটের মাথায় গোল করেন। নীলম ১৯ মিনিটের মাথায় গোল করেন। ৩৩ মিনিটে গোল করেন মঞ্জু চোরাসিয়া। খেলার ৪৩ ও ৫৭ মিনিটের মাথায় গোল করেন সুনেলিতা তোপ্পো। দীপিকা সোরেন ৪৬ ও মুমতাজ খান ৫৫ মিনিটের মাথায় গোল করেন।&nbsp;</p>
<p><strong>আজ থেকে শুরু ইন্টারকন্টিনেন্টাল কাপ</strong></p>
<p><strong>&nbsp;</strong>শুক্রবার থেকে শুরু হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup)। ভারতীয় দলের হেড কোচ ইগর স্তিমাচ ভুবনেশ্বরে এই টুর্নামেন্টে ট্রফি জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। তাঁর মতে, এই টুর্নামেন্টে প্রতিপক্ষরা তেমন শক্তিশালী না হলেও তাঁর দলের ছেলেরা যে অভিজ্ঞতা অর্জন করবে, তা যথেষ্ট মূল্যবান হতে চলেছে।</p>
<p>শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল কাপে অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মঙ্গোলিয়া। কাতারে আগামী বছর যে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে ভারত, তারই প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।</p>
<p>সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের হেজ কোচ স্তিমাচ বলেছেন, &ldquo;অনেকগুলো টুর্নামেন্ট রয়েছে আমাদের সামনে। ইন্টারকন্টিনেন্টাল কাপের পর সাফ চ্যাম্পিয়নশিপ। মাস খানেকের মধ্যে সম্ভবত ন&rsquo;টা ম্যাচ খেলব আমরা। গত ১২ মাসে আটটা ম্যাচ খেলেছি। সেই তুলনায় অনেক বেশি ম্যাচ পাব আমরা। এ ভাবে আমাদের প্রস্তুতি এই প্রথম হচ্ছে। এ ভাবে চললে আমরা নিশ্চয়ই ভাল ফল পাব।"</p>
<p>স্টিমাচ আরও বলেছেন, &ldquo;সারা বছর ধরে আমরা প্রস্তুতি নেব ঠিকই। কিন্তু এশিয়ান কাপের আসল প্রস্তুতি হবে ডিসেম্বরে। ফুটবল এমন একটা খেলা, যেখানে রোজই কিছু না কিছু পরিবর্তন হতে থাকে। এখন যে বা যারা ভাল খেলছে, তারা যে ডিসেম্বরেও একই রকম ভাল খেলবে, তার কোনও মানে নেই। এশিয়ান কাপ পর্যন্ত নিজেদের ছন্দ ও ফিটনেস ধরে রাখাটাই খেলোয়াড়দের বড় পরীক্ষা হতে চলেছে।"</p>