Intercontinental Cup 2023: India Beat Mongolia 2-0 To Start Their Campaign, Earned 3 Points

সন্দীপ সরকার, ভুবনেশ্বর: খেলা শুরুর তখনও বেশ কয়েক ঘণ্টা বাকি। সোশ্যাল মিডিয়ায় ভরে উঠেছিল একটা মিমে। সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) সামনে নাকি শুক্রবার চেঙ্গিস খাঁ-র বংশধরদের জব্দ করার হাতছানি।

নিছকই মজা। তবে মাঠে যেন সমর্থকদের স্বপ্নপূরণ করার লক্ষ্য নিয়েই নেমেছিলেন সুনীল ছেত্রীরা। ইন্টারকন্টিনেন্টাল কাপে (Inter Continental Cup) মঙ্গোলিয়াকে ২-০ গোলে দুরমুশ করল ভারত। জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় দল।

কলকাতা কিংবা গোয়ার মতো শহর আন্তর্জাতিক ফুটবলের আসর দেখে অভ্যস্ত। ভুবনেশ্বরে এই প্রথম সিনিয়রদের কোনও আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে কলিঙ্গ স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে ঘোষণা করা হল যে, ৫৯৫৪ জন ম্যাচ দেখতে মাঠে এসেছেন। আইপিএলে যেখানে প্রত্যেক ম্যাচে ৪০-৫০ হাজার লোক হররোজ মাঠে হাজির হয়ে যান। ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাচ্ছিল ডিজনি প্লাস হটস্টার অ্যাপেও। একটা সময় দেখা গেল, মোবাইলে অনলাইন স্ট্রিমিং দেখছেন প্রায় ১০ হাজার মানুষ।

 

দর্শকসংখ্যা প্রত্যাশিত না হলেও, ভারতীয় দলের খেলায় ঝাঁঝ ছিল শুরু থেকেই। কিক অফের মাত্র ২ মিনিটের মধ্যে প্রথম গোল করে ভারত। অনিরুদ্ধ থাপার লো ক্রস ঠিকমতো প্রতিহত করতে পারেননি মঙ্গোলিয়ার গোলকিপার এনখতাভিয়ান। ফিরতি বল ধরে গোল করে যান সাহাল সামাদ।

১৪ মিনিটে গোল করে ২-০ করে দেন লালিয়ানজুয়ালা ছাংতে। ম্যাচের সেরাও হয়েছেন ছাংতে। শুরুর সেই ধাক্কা গোটা ম্যাচে আর কাটিয়ে উঠতে পারেনি মঙ্গোলিয়া। ভারত ২ গোল করেছে। করতে পারত হয়তো আরও ৪ গোল। শেষ বাঁশি বাজার আগে রাহিম আলি হয়তো ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন। গোলকিপারকে একা পেয়েও তাঁর হাতে বল জমা দিয়ে আসেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম মুখোমুখি হল ভারত ও মঙ্গোলিয়া। প্রথম সাক্ষাতে জয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছাড়লেন সুনীল ছেত্রীরা।

আরও পড়ুন: সুনীলদের খেলা দেখার জন্য ‘অভিশপ্ত উপত্যকা’ পেরিয়ে বালিগঞ্জ থেকে ভুবনেশ্বরে